সর্বশেষ নিউজ

১১৪ তম প্রাইজবন্ডের ড্রতে বিজয়ী। প্রথম পুরস্কার বিজয়ী তার নম্বর কত ছিল? এবং প্রাইজবন্ড শুধু ব্যাংকের লোকেরা পায় কি?

১১৪ তম প্রাইজবন্ডের ড্রতে বিজয়ী

১১৪ তম প্রাইজবন্ডের ড্র তে শুধু ব্যাংকের লোকরাই কি পুরষ্কার পাই তাই না কি। প্রথম গৃহিনীও প্রথম পুরস্কার পেতে পারেন ১১৪ তম প্রাইজবন্ড ড্রতে বিজয়ী পেতে পারে তার প্রমাণ ১১৪তম প্রাইজবন্ড ড্রতে।

 

 

১১৪তম প্রাইজবন্ড ড্রতে প্রাচুর্য ডট কমের সার্ভিস ব্যবহার করে মোট ২৪জন বিভিন্ন পূরস্কারে বিজয়ী হয়েছেন।

 

প্রথম পুরস্কার যার ছিল তার নম্বর কত ছিল?

৩১শে জানুয়ারি ২০২৪, প্রাইজবন্ডের ১১৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ১১৪তম ড্রতে ৭৮টি সিরিজের জন্য পূরস্কার ঘোষনা করা হয়েছে। ৭৮টি সিরিজের ৭৮টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ৩৫৮৮টি। প্রথম পুরস্কার বিজয়ী নাম্বার ০৫৯৭৯৫৪, দ্বিতীয় পুরস্কার বিজয়ী নাম্বার ০৬৭০৪০৮।

 

 

 

৩১শে জানুয়ারি ২০২৪, প্রাইজবন্ডের ১১৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ১১৪তম ড্রতে ৭৮টি সিরিজের জন্য পূরস্কার ঘোষনা করা হয়েছে। ৭৮টি সিরিজের ৭৮টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ৩৫৮৮টি। প্রথম পুরস্কার বিজয়ী নাম্বার ০৫৯৭৯৫৪, দ্বিতীয় পুরস্কার বিজয়ী নাম্বার ০৬৭০৪০৮
১১৪তম প্রাইজবন্ড ড্রত। ১১৪তম প্রাইজবন্ড ড্রতে প্রাচুর্য ডট কমের সার্ভিস ব্যবহার করে মোট ২৪জন বিভিন্ন পূরস্কারে বিজয়ী হয়েছেন।
প্রথম পুরস্কার যার ছিল তার নম্বর কত ছিল?
৩১শে জানুয়ারি ২০২৪, প্রাইজবন্ডের ১১৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ১১৪তম ড্রতে ৭৮টি সিরিজের জন্য পূরস্কার ঘোষনা করা হয়েছে। ৭৮টি সিরিজের ৭৮টি প্রথম পুরস্কার সহ মোট পুরস্কারের সংখ্যা ৩৫৮৮টি। প্রথম পুরস্কার বিজয়ী নাম্বার ০৫৯৭৯৫৪, দ্বিতীয় পুরস্কার বিজয়ী নাম্বার ০৬৭০৪০৮

 

কে কে পুরস্কার পেয়েছে তার নাম

১। প্রথম পুরস্কার পেয়েছেন একজন, অভিনন্দন মিস লাকি।

২। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন একজন অভিনন্দন মিস ইয়াসমিন হোসেন,

৩। তৃতীয় পুরস্কার পেয়েছেন একজন, অভিনন্দন মি. আব্দুন নূর

৪। চতুর্থ পুরস্কার পেয়েছেন একজন,অভিনন্দন মি. সেলিম মুন্সী

 

আরো ২০ জন ৫ম পূরস্কার পেয়েছেন।

যারা এইবার পূরস্কার বিজয়ী হন নাই, পরবর্তী ড্র’তে শুভ কামনা রইলো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *