Evaly news 2022 । নভেম্বর থেকে গ্রাহকের টাকা পরিশোধ করবে ইভ্যালি
অনেক চেষ্টা করার পরও পাসওয়ার্ড জানতে না পারায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সার্ভার খুলতে ব্যর্থ হয়েছে আদালত কর্তৃক গঠিত শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ। তবে নতুন বোর্ড গঠনের এক সপ্তাহের মাথায় সার্ভার পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খুব দ্রুতই ইভ্যালির সার্ভার চালু হতে যাচ্ছে। এখন হতে অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকগণ। পাশাপাশি গ্রাহকদের আটকে থাকা টাকা আগামী ১লা নভেম্বর থেকে রিফান্ড করা শুরু হবে।
ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন পুনরায় দায়িত্ব গ্রহনের পর পরবর্তী কার্যক্রম নিয়ে এসব পদক্ষেপের কথা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দেওয়ার পর ইভ্যালি সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ ইভ্যালির দায়িত্ব গ্রহনের পর অনেক চেষ্টা করে ইভ্যালির সার্ভার খুলতে ব্যর্থ হন তাঁরা। কারাগারে থাকা ইভ্যালির সাবেক সিইও মোহাম্মদ রাসেলের নিকট পাসওয়ার্ড জানতে চাইলে তিনি ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ বলে জানান। যার কারনে আদালত কর্তৃক গঠিত পর্ষদ কোনোভাবেই সার্ভারটি খুলতে পারেননি বলেই গ্রাহকদের পাওনা টাকার পরিমাণ ও সম্পদের তথ্যও পুরোপুরি জানতে পারেনি।
আরও পড়ুনঃ
- ইভ্যালি নিউজ ২০২২ । Evaly news update । বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পর্ষদ
- ই নামজারি করার নিয়ম ২০২২ । ই নামজারির পদক্ষেপ ও প্রবাহ চিত্র
- ফ্রিল্যান্সিং এর কাজ ২০২২ । ফ্রিল্যান্স কাজের জন্য টাকা জামানত, ঠিক নাকি প্রতারণা
- ই রিটার্ন কি? অনলাইনে e- return দাখিলের নিয়মাবলী 2022
ইভ্যালির বর্তমান পর্ষদ সূত্রের মাধ্যমে জানা গেছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যেই ইভ্যালির সার্ভার চালু করার পরিকল্পনা করা হয়েছে। আগামী ১ নভেম্বরের মধ্যে জুন ২০২১ হতে গ্রাহকদের যে টাকা এসক্রোতে আছে সেগুলো রিফান্ড করা আরম্ভ হবে। এর মধ্যে এসএসএল কমার্স ব্যাংক ডিপোজিট টাকাগুলো ১-৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করা হবে।
সূত্র আরও জানায়, বিকাশ, রকেটসহ সকল মোবাইল ব্যাংকিংয়ের টাকা ১৫ নভেম্বর হতে ১৫ ডিসেম্বরের মধ্যেই রিফান্ড করা হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে একটু সময় লাগবে। নগদ ব্যাংকিংয়ের টাকা ফেরত পেতে ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে।