সর্বশেষ নিউজ

Ibas++ & Cafopfm Updating । আইবাস++ ফিচার সীমিতকরণ ও জিপিএফ ওয়েবসাইট কাজ করছে না

আইবাস++ ওয়েবসাইট আপডেটিং কাজ চলমান রয়েছে-পূর্বেই নোটিশ দেয়া হয়েছিল আজ দুপুর পর্যন্ত আইবাস++ বন্ধ থাকবে-অন্যদিকে আইবাস++ এর সাথে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট cafopfm ইন্টিগ্রেটেড বিধায় সেটিও কাজ করছে না- ওয়েবসাইট আপডেট কাজ সম্পন্ন হলে দুটি ওয়েবসাইটই সচল হবে–Ibas++ & Cafopfm Updating

আইবাস++ কি বন্ধ থাকবে? হ্যাঁ। আইবাস++ নিয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষ্যে আগামী ৩০ জুন ২০২৪ তারিখ দিবাগত রাত ১২টা হতে ১ জুলাই ২০২৪ তারিখে দুপুর ১২টা পর্যন্ত আইবাস++ এর কার্যক্রম বন্ধ থাকবে। তাই এ সময় আইবাস++ কার্যক্রম ব্যাহত হতে পারে। তবুও সচল রয়েছে এবং কিছু কাজ সম্পন্ন করা যায়।

পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট হতে জিপিএফ স্লিপ পাওয়া যাচ্ছে না কেন? আপনি একটু অপেক্ষা করুন। আইবাস++ ওয়েবসাইট এর আপডেটিং কাজ চলছে। আপডেট সম্পন্ন হলে আইবাস++ এর সাথে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটও কার্যকর হবে। ibas++ and cafopfm website is integrated, so one is connected to another working station.

আইবাস++ দিয়ে কি কি করা যায়? আইবাস++ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং দপ্তরকে তাদের বাজেট প্রস্তাব প্রস্তুত এবং জমা দিতে সহায়তা করে। আইবাস++ সরকারকে বাজেট বরাদ্দ অনুমোদন, অর্থ প্রদান এবং ব্যয় পর্যবেক্ষণ করতে সহায়তা করে। আইবাস++ সরকারের আয়, ব্যয় এবং সম্পদের একটি কেন্দ্রীভূত হিসাবরক্ষণ ব্যবস্থা প্রদান করে। আইবাস++ সরকারকে বিভিন্ন ধরণের বাজেট এবং হিসাবরক্ষণ রিপোর্ট তৈরি করতে সহায়তা করে।

আইবাস++ এর কিছু ফিচার ব্যবহার করা যাচ্ছে / জিপিএফ ওয়েবসাইট হতে ওটিপি আসছে কিন্তু কাজ করছে না

আইবাস++ ঠিক হয়ে গেলেই জিপিএফ বা পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট সক্রিয় হয়ে যাবে। ধৈর্য ধরে একটু সময় অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে।

ibas++ cafopfm

Caption: ibas++ & cafopfm website status

GPF Slip by Online । পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতেই জিপিএফ স্লিপ সংগ্রহ করা যাবে

  1. Go to https://www.cafopfm.gov.bd/ or Search writing cafopfmin google
  2. You will have to go by your browser address bar using Google Chrome or Mozilla Firfox
  3. Just Click https://www.cafopfm.gov.bd/
  4. Then Click GPF Information Under Link Named Click Here
  5. After Click here, You will get A dialogue box for inputing NID/Smart ID
  6. Phone No (Which is used for EFT in Ibas++)
  7. Click Submit
  8. You will get an OTP or Passcode to your registered mobile
  9. Enter 4 Digit OTP Like 5768
  10. Enter OTP and Click Submit
  11. Select Fiscal Year (it will be past Financial year) and Click GO
  12. You got your GPF statement
  13. You can also generate GPF ledger

যেভাবে দেখবেন ইনক্রিমেন্ট লেগেছে কি না?

Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে >পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক> NID Number, Verification No. , Capcha Entry>Login>OK>Verification Code>5352>Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট >Click GO>Increment Sheet>Go bellow to See Basic. পে ফিক্সেশন ওয়েবসাইট হতেই আপনি বেতন বৃদ্ধি দেখতে পারবেন।

https://technicalalamin.com/ibas-increment-bd/

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *