ব্যাংকিং নিউজ

Bangla QR কোড ব্যবহার ২০২৩ । দেশের সকল লেনদেনের ৭৫ শতাংশ হবে অনলাইন বা ক্যাশলেস!

বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নের বাংলাদেশ ব্যাংক ২০২৭ সালের মধ্যে ক্যাশলেস ট্রানজেকশন রূপায়ন করবে – Bangla QR ব্যবহার ২০২৩

কিউআর কোড ব্যবহারে কোন চার্জ দিতে হবে না– টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী সিএমএসএমই, মাইক্রো-মার্চেন্ট ও স্বল্প আয়ের জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ছোট-বড় সকল ব্যবসায়ীগণের লেনদেন প্রযুক্তিনির্ভর করণের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে দেশের সকল লেনদেনের ৭৫ শতাংশ অনলাইন বা ক্যাশলেস করার নিমিত্ত ‘ক্যাশলেস বাংলাদেশ ২০২৩-২০২৭’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে Bangla QR-এর মাধ্যমে জনসাধারণকে বিনামূল্যে পরিশোধ সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের এ সংক্রান্ত ব্যয় সিএসআর খাতে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিভিন্ন প্রকার তথ্য সংরক্ষণের কাজে কিউআর কোড ব্যবহার করা হয়। যেমন, কোনো পণ্যের তথ্য সম্পর্কে জানতে, ওয়াইফাই কানেক্ট করতে অথবা কারও মোবাইল নাম্বার নিতে। QR Code-এর পূর্ণ অর্থ হলো Quick Response code। মূলত দ্রুততার সঙ্গে কিউআর কোডের মাধ্যমে তথ্য সংগ্রহ (ডাটা এনকোড) করা যায় বলে এই নাম।

 QR কোড কি তা কমবেশি প্রায় সবাই জানেন। কিউ.আর কোড এর সম্পূর্ণ রুপ হল Quick Response Code. কিউআর কোডের সাহায্যে যে কোন এনক্রিপ্টেড তথ্য খুব সহজে সংরক্ষণ ও দ্রুত এক্সেস করা যায় বলে এর নাম দেয়া হয়েছে QR কোড. QR Code হল এক ধরণের দ্বিমাত্রিক বার কোড। পণ্যের দাম, বিভিন্ন প্রমোশোনাল অফার বা অল্প জায়গায় অনেক বেশি তথ্য সংরক্ষণের জন্যই মূলত QR কোড ব্যবহার করা হয়ে থাকে।

ক্যাশলেস ট্রানজেকশনে যাচ্ছে বাংলাদেশ / বিনামূল্যে লেনদেন করা যাবে বাংলা কিউআর কোড ব্যবহার করে

Bangla QR is a type of Quick Response (QR) code that is designed to include Bangla language characters. It is similar to other QR codes in that it can store information such as website URLs, contact information, and product details, but it is specifically designed to cater to the Bangla language audience. Bangla QR codes can be scanned by smartphones and other mobile devices that have a QR code reader app installed. Once scanned, the code can instantly display information or take the user to a specific website or app. Bangla QR codes have become increasingly popular in Bangladesh, where they are being used in various industries such as finance, transportation, and retail. They provide a quick and convenient way for businesses to engage with their customers and provide them with important information in their native language. Overall, Bangla QR codes are a powerful tool for businesses and individuals who want to communicate effectively with Bangla-speaking audiences.

Bangla QR প্রচলনকে উৎসাহিতকরণ সংক্রান্ত ব্যয় CSR হিসেবে প্রদর্শন প্রসঙ্গে।

Caption: Source of information

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার । ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের পর যে সকল ব্যয় সিএসআর খাতে প্রদর্শন করা যাবে না। 

  1. Bangla QR-এর মাধ্যমে গৃহীত সকল পেমেন্ট-এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হারে Merchant Discount Rate (MDR) ও Interbank Reimbursement Fee (IRF) সংক্রান্ত চার্জ;
  2. ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় ক্যাম্পেইন সংক্রান্ত যাবতীয় প্রচারণা, এর মাধ্যমে পরিচালিত কুরবানির হাটের যাবতীয় পেমেন্ট ও অবকাঠামো সংশ্লিষ্ট ব্যয়সমূহ এবং Bangla QR-এর প্রচার ও প্রসারে গৃহীত প্রচারণা সংক্রান্ত ব্যয়সমূহ
  3. অনুচ্ছেদ নং-২এ বর্ণিত ব্যয়সমূহ এসএফডি সার্কুলার লেটার নং:০১, তারিখ: ১০ এপ্রিল ২০২২-এর মাধ্যমে জারিকৃত রিপোটিং ফরম্যাটের অন্যান্য খাতে প্রদর্শনের পরামর্শ দেয়া হলো। অধিকন্তু, আলোচ্য ব্যয়সমূহের তথ্য ষান্মসিক ভিত্তিতে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট বরাবরেও প্রেরণ করতে হবে।

হোটেল মোটেলেও বাংলা কিউআর কোর্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে?

হ্যাঁ। করতে হবে। ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের যাতায়াত ভাতা, থাকা-খাওয়া, হোটেল বিল ইত্যাদি বা যাতায়াত ভাতা হিসেবে গণ্য ব্যয়সমূহ সিএসআর ব্যয় হিসেবে প্রদর্শন করা যাবে না। শুধুমাত্র ‘ক্যাশলেস বাংলাদেশ’-এর উদ্যোগে যোগদানকৃত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এ সুযোগ গ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *