DESCO Postpaid bill Payment । ডেসকো ই-বিল সহায়িকা দেখুন

ডেসকো বিল আপনি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন – DESCO Postpaid bill Payment

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড – ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড হচ্ছে বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি। এটি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর অধীনে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত হয়। এই সংস্থাটি প্রধানত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ পরিসেবা প্রদান করে।

Online Bill Payment পদ্ধতি কি? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ডেসকোর পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করুন। ডেসকো মোবাইল অ্যাপ, মোবাইল ব্যাংকিং, মোবাইল অপারেটর, ক্রেডিট / ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ব্যবহার করে ডেসকো বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।

বিল পরিশোধ বিকাশ বা রকেটের মাধ্যমে পরিশোধ করা যায়? হ্যাঁ। ডিপিডিসিএল বিল পরিশোধের জন্য আপনি আপনার বিল এর পরিমাণ বিকাশ অ্যাপ বা রকেট মোবাইল মানিটারে সহজেই পরিশোধ করতে পারেন। আপনার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হলে, আপনি একটি ট্রানজেকশন আইডি পাবেন যা পরিশোধের কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে।

গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ করা এখন খুব সহজ / অনলাইন এবং ইন্টারনেট ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়

বিল পরিশোধ মোবাইল ফোনের মাধ্যমে- আপনি অ্যাপ্লিকেশন মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। ডিপিডিসিএল বিল পরিশোধ সম্পন্ন করতে আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এবং আপনার আইডি এবং বিল নম্বর দিয়ে সম্পন্ন করতে হবে।

Caption: ডেসকো ই-বিল সহায়িকা PDF Download

ডেসকো ওয়েবসাইটে লগিন করুন এবং অনলাইনে পে করুন

  • Log into your OCSMS account. For registration click register. URL Link: http://ocsms.desco.org.bd:8080/
  • Click on “Please click here” button under Billing Accounts.
  • Click Add Existing Account of the Consumer.
  • Give Account No and then click Save.
  • After saving go to Bill Information.
  • Click to Pay Online of your Unpaid Bill to go to Payment Gateway.
  • Check Your Bill details and then click Next.
  • Pay through Cards/ Mobile Banking / Internet Banking / Wallets and select your Gateway. After checking everything click Pay Now.

একপে দিয়ে কি বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়?

https://ekpay.gov.bd/#/payment/electricity-bill এ গিয়ে “DESCO Prepaid” সিলেক্ট করে অনলাইনে ডেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা যাবে। এছাড়াও বিকাশ/রকেট/নগদ অ্যাপ এবং অনলাইন ব্যাংকিং অ্যাপ সহ বিভিন্ন মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের অ্যাপগুলোর “bill pay” অপশন থেকে ডেসকো প্রিপেইড মিটার রিচার্জ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *