রিটার্ন দাখিলের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিৎ? –  আয়কর রিটার্ন দাখিলের পূর্বে আয়কর নির্দেশিকা ২০২১-২০২২ পড়ে নিন। গতবছর রিটার্ন দাখিলে করলে তার কপি সঙ্গে রাখুন। আপনার আয় বিবরণী/ বেতন বিবরণী/ লাভ-লোকসান বিবরণী/ ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের হিসাব সঙ্গে রাখুন। কর রেয়াত পাওয়ার জন্য আপনার বিনিয়োগ তথ্য দিন। কোন কিছু সম্পর্কে অবগত না থাকলে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা নিন।

আয়কর রিটার্ন দাখিলের সময় হচ্ছে নভেম্বর মাস। বিগত অর্থবছরে (জুলাই ২০২১- জুন ২০২২) আপনার করযোগ্য আয়ের উপর কর নির্ধারণ ও কর রিটার্ন দাখিল করতে হয় নভেম্বর ২০২২ মাসের মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে আপনার আয়বর্ষ ২০২১-২০২২ এবং করবর্ষ ২০২২-২০২৩। তবে প্রথমবার যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা আগামী ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বিনা জরিমানায় আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর রিটার্ন যাচাই ২০২২ । আপনার রিটার্ন দাখিল হয়েছে কিনা অনলাইনে চেক করা যাবে

প্রথমে অফলাইনে রিটার্ণটি প্রস্তুত করুন এবং সমস্ত কাগজপত্র হাতে নিয়ে বসে পড়ুন একটি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে। আপনি যে সকল তথ্য ইনপুট দিবেন তা নিয়েই রিটার্ণ ফরম প্রস্তুত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাই আর কোন ভাবনা চিন্তা নয়, টিন ধারী হয়ে থাকলে অবশ্যই এ বছর আমরা রিটার্ণ দাখিল করবো। টিনধারীর হিসাবে ট্যাক্স অফিসের পত্র পেতে না চাইলে অবশ্যই অনলাইনে হলেও রিটার্ণটি দাখিল করে ফেলুন নিচে টিউটোরিয়া লিংক দেয়া আছে, আপনি একটু চেষ্টার করলেই পারবেন ইনশা-আল্লাহ। অনলাইনে দাখিল করুন জিরো রিটার্ণ – Zero Return Submission by online – Zero e return

নিজের রিটার্ণ নিজেই দাখিল করুন / রিটার্ণ দাখিলের প্রক্রিয়া শিখুন তাই কোন রকম ব্যয় ছাড়াই রিটার্ণ দাখিল করতে পারবেন।

বাংলাদেশের প্রত্যেক করদাতাকে প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে ১ম বারের মত যারা রিটার্ন দাখিল করবে তারা জরিমানা ছাড়া পরবর্তী বছরের ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। আয়কর রিটার্ন দাখিলের পূর্বে আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ পড়ে নিতে হবে।

e return gov bd । অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করুন।

Caption: https://etaxnbr.gov.bd

ই রিটার্ন সিস্টেমে সাইন ইন পদ্ধতি ২০২২ । যেভাবে ই রিটার্ণ দাখিল করবেন।

  1. এনবিআর ই রিটার্ন সিস্টেমে (e-Return System) ভিজিট করুন এবং ২ নং অপশন e Return এ ক্লিক করুন।

  2. কর নির্ধারন তথ্য- Tax Assessment Information- ই রিটার্ন ফরমের শুরুতে আপনাকে Tax Assessment Information বা আয়কর নির্ধারণ সংক্রান্ত তথ্য অর্থাৎ আয়ের সন ও উৎস সংক্রান্ত তথ্য দিতে হবে। রিটার্ন ফরমের শুরুতে আমাদের Assessment Information এবং Heads of Income সম্পর্কিত দিতে হবে।

  3. আয়ের তথ্য – Income Information- এ ধাপে আপনি যে যে উৎস থেকে আয় করেছেন তার তথ্য দিতে হবে। Location of Main Source of Income- প্রধান আয়ের উৎসের এলাকা এখানে আপনি যে এলাকায় আয় করছেন বা বসবাস করছেন তা দিবেন। City Corporation Area- যদি সিটি কর্পোরেশন এলাকায় থাকেন ইত্যাদি।

  4. আয়ের বিস্তারিত তথ্য – Income Details- এ ধাপে আপনার বিভিন্ন আয়ের উৎসসমূহ সিলেক্ট করবেন। যদি আপনার আয়ের উৎস একমাত্র বেতন হয়ে থাকে, ‍Salary বাছাই করবেন। বেতন ছাড়া অন্যান্য উৎস থেকে আয় করে থাকলে (Income from Other Sources) সিলেক্ট করে Dropdown অপশন থেকে উৎসটি সিলেক্ট করুন।

  5. ব্যয়ের তথ্য – Expenditure- এ ধাপে ব্যয়ের তথ্য দিতে হবে। যদি আপনার মোট সম্পদ ৪০ লক্ষ টাকা বা তার বেশি হয়, অবশ্যই ব্যয়ের তথ্য বিবরণী আকারে পূরণ করতে হবে। এজন্য IT10B ফরম টি অবশ্যই পূরণ করতে হবে। ফরমটি পূরণের জন্য Yes দিন।

  6. আয়কর ও পরিশোধ – Tax and Payment – যদি আপনি কোন উৎস কর এবং অগ্রিম কর (Source Tax and Advance Tax) পরিশোধ করে থাকেন তা এখানে দেখাতে পারবেন। উৎস কর এবং অগ্রিম কর আপনার মোট পরিশোধ্য কর (Tax Payable) থেকে স্বয়ংক্রীভাবে বাদ যাবে।
  7. Download Acknowledgement Receipt- সফলভাবে আয়কর রিটার্ন জমা দেয়া হলে, নিচের ছবির মত একটি মেসেজ দেখতে পাবেন। এখানে রিটার্ন সাবমিশনের একটি Reference ID এবং Acknowledgement Receipt ডাউনলোড করার অপশন দেখতে পাবেন।

অনলাইনে আয়কর রিটার্ন যাচাই কি?

যদি আপনি অন্য কারো যেমন আয়কর পেশাজীবি বা আইনজীবির মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেন, আপনি এখন অনলাইনেই যাচাই করতে পারেন আপনার রিটার্ন জমা দেয়া হয়েছে কিনা। অনলাইনে আয়কর রিটার্ন যাচাই করার জন্য ভিজিট করুন- আয়কর রিটার্ন যাচাই। তারপর করবর্ষ সিলেক্ট করুন 2022-2023। আপনার TIN নম্বর লিখুন এবং ক্যাপচা কোডটি নিচের বক্সে লিখুন। সবশেষে, Verify বাটনে ক্লিক করলে আপনার রিটার্ন যাচাই করতে পারবেন।

মোবাইলের মাধ্যমে ই-রিটার্ন জমা দেয়া যাবে?

না, ই-রিটার্নকে সহজ ও user-friendly করার জন্য অনেক features দেয়া আছে, যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই-রিটার্ন করুন।