শিক্ষণীয় স্ট্যাটাস বাংলা

টাকাই সব নয়, আনন্দ নিয়ে কাজ করার পরামর্শ, সুন্দর পিচাই

আর্থিক মন্দার কারণে ব্যয় হ্রাস করতে গিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে হচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগলকে। কর্মীদের বিনোদন এবং ভ্রমণ খাতের বরাদ্দে হ্রাস করার পাশাপাশি কর্মী ছাঁটাইও করা হয়েছে। ইতিমধ্যে কর্মীদের কিছু পরামর্শও দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তিনি বলেন, টাকাই জীবনের সব কিছু নয়, কর্মস্থলে আমাদের সকলের আনন্দ নিয়ে কাজ করা উচিত।

গুগলের লাভের পরিমাণ হ্রাস পেয়েছে

পৃথিবী এখন বিভিন্ন সংকটের মাঝ দিয়ে অতিবাহিত হচ্ছে। এর মধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠানের লাভের পরিমাণ হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে গুগলেরও। গুগলের বর্তমান সময়ে বিভিন্ন সিদ্ধান্তের কারণে কর্মীদের মাঝে কিছু অসন্তোষ ছিল। কর্মীরা এ বিষয়ে সিইও সুন্দর পিচাইয়ের হস্তক্ষেপ কামনা করেন। তিনি তখন কর্মীদের জানান, টাকাই সব কিছু নয় বরং কর্মস্থলে সকলকে আনন্দ নিয়ে কাজ করা উচিত।

গুগল বর্তমানে নানা বিভাগের প্রধানদের নিয়ে একটি সম্মেলনে বসে। সেখানে কর্মীরা পিচাইকে প্রশ্ন করেন, কেন কর্মীদের বিনোদন ও ভ্রমণ খাতে ব্যয় হ্রাস করে বঞ্চিত করা হচ্ছে?

আরও পড়ুনঃ

কাজের মধ্যে সুখ খুঁজে নেওয়াতেই প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে

তখন সুন্দর পিচাই বলেন, কাজের মধ্যে সুখ খুঁজে নেওয়াতেই প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে। এই প্রসঙ্গে তিনি অতীতের কথা মনে করিয়ে বলেন, গুগলের যাত্রা শুরুর সময় তাঁরা বেশি অর্থ না পেলেও আনন্দ নিয়ে কাজ করেছিলেন। আর এ জন্যই  এখন গুগল উর্বীরূহে পরিণত হয়েছে।

চাকরির ক্ষেত্রে মজা করার সাথে টাকার কোনো সম্পর্ক নেই

কর্মীদের একসাথে থাকার পরামর্শ দিয়ে সুন্দর পিচাই বলেন, আশা করি আপনারা সবাই খবর পড়ছেন। আমার মনে হয়ে এ পরিস্থিতি হতে বেরিয়ে আসার জন্য একটি সংস্থা হিসেবে আমাদের একসাথে থাকাটা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আমাদের চাকরির ক্ষেত্রে মজা করার সাথে টাকার কোনো সম্পর্ক নেই।

টাকার সাথে আনন্দের যোগ সূত্র থাকে না

আমি মনে করি নতুন স্টার্টআপ সংস্থায় যেতে পারেন এবং সেখানে দেখবেন কর্মীরা কত আনন্দ করছে। সব সময় টাকার সাথে আনন্দের যোগ সূত্র থাকে না। তাই তিনি গুগলের সব কর্মীদের বলেন, টাকার অঙ্কের সাথে কর্মক্ষেত্রে আনন্দ করে কাজ করার কোনোও সম্পর্ক নেই। তথ্যসূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *