অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম – প্রথমে https://etaxnbr.gov.bd এই লিংক গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে ফর্ম পূরণ করা শুরু করুন। কিছু তথ্য অটোমেটিকভাবে পূরণ হবে বিভিন্ন সার্ভার থেকে আয়, ব্যয় ও সম্পদ, দায়ের তথ্য আপনাকে ম্যানুয়ালি পূরণ করতে হবে। সব তথ্য ঠিকভাবে ইনপুট দিলে অটো রিটার্ণ ফাইল তৈরি হয়ে যাবে। অনলাইনে রিটার্ণ দাখিলের এই সুবিধা যে, সব অটো হিসাব হবে যদি সঠিক ঘরে সঠিক তথ্য ইনপুট দিতে পারেন। সব শেষে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন। ব্যাস কাজ শেষ। TIN থাকলেই রিটার্ণ দাখিল বাধ্যতামূলক কিনা জেনে নেয়া যাক।

e-return income tax – জি অনলাইনে রিটার্ণ দাখিল করা যাচ্ছে – দীর্ঘ প্রতিক্ষার পর ই রিটার্ণ অনলাইনে দাখিল করা যাবে। আপনি ঘরে বসেই এখন রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অটো রিটার্ণ প্রস্তুত হবে আপনি শুধু তথ্য ও প্রমাণক ঠিক ঠাক দিবেন। ব্যাস শেষ! ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের শর্ত শিথিল ২০২২। রিটার্ণ দাখিলের প্রমানপত্র ছাড়াই ২০ লক্ষ পর্যন্ত ঋণ সুবিধা

অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না। Income tax Excel File 2022 । এক্সেলে যেভাবে রিটার্ণ ফাইল অটো রেডি করবেন

অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে, কোন তথ্য লুকানো যাবে না। তথ্য গোপন করা যাবে না। সকল তথ্য সঠিকভাবে ইনপুট দিতে হবে।

E return- e-return income tax : https://etaxnbr.gov.bd/#/auth/sign-in

ই রিটার্ন কি? অনলাইনে e- return দাখিলের নিয়মাবলী 2022

Caption: E return bd login

E return bd login । অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়মাবলী ২০২২

  1.  যে কোন ওয়েব ব্রাউজার হতে [ https://etaxnbr.gov.bd] ওয়েবসাইটে প্রবেশ করুন।

  2. ওয়েবসাইট দৃশ্যমান হলে eReturn মেনুতে ক্লিক করুন।
  3. eReturn মেনুতে প্রবেশ করার পর Registration বাটনে ক্লিক করুন।
  4. ১২ ডিজিটের টিআইএন নম্বর ও মােবাইল নম্বর প্রদান করুন।
  5. এরপর নির্দিষ্ট ঘরে Captcha টাইপ করে Verify বাটনে ক্লিক করুন।
  6. মােবাইল নম্বরে ৬ ডিজিটের একটি Varification কোড এর SMS আসবে।

  7. ৬ ডিজিটের Varification কোড প্রবেশ করে পছন্দমত Password প্রদান করুন (Password কমপক্ষে ৮ ডিজিটের হতে হবে এবং কমপক্ষে একটি Capital Letter, একটি Number ও একটি Special Character যেমন- # @ % * থাকতে হবে) > Password প্রদান সম্পন্ন হলে Submit বাটনে ক্লিক করুন।।
  8.  

    Registration সফলভাবে সম্পন্ন হলে Sign in করার বাটনে ক্লিক করুন। ১২ ডিজিটের টিআইএন নাম্বার, Password এবং Captcha টাইপ করে Sign in করুন।

  9. বাম দিকে Return Submission বাটনে ক্লিক করুন। – করদাতার প্রাথমিক তথ্যাদি দৃশ্যমান হবে। প্রযােজ্য Option সমূহে টিক চিহ্ন দিয়ে Save & Continue বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যান।
  10. সমগ্র আয়কর রিটার্ন প্রস্তুত হয়ে গেলে Tax & Payment পেজ এর নিচের দিকে Pay বাটনে ক্লিক করে অনলাইনে প্রদেয় আয়কর পরিশােধ করুন।
  11. View Return বাটনে ক্লিক করলে প্রস্তুতকৃত সামগ্রিক আয়কর রিটার্ন দৃশ্যমান হবে।
  12. উক্ত রিটার্নের শেষ পর্যায়ে Varification এ টিক চিহ্ন দিয়ে। Submit Return বাটনে ক্লিক করে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করুন। এখনই এই  ওয়েবসাইটে চলে যান: https://etaxnbr.gov.bd

অনলাইনে রিটার্ণ দাখিল করলে অডিট আপত্তি হবে?

হতেই পারে – অনলাইনে রিটার্ণ দাখিল করার পর এনবিআর কর্তৃপক্ষ আপনার রিটার্ণ ফাইলটি অডিট করবে। অডিট শেষে যদি সন্তুষ্ট হয় তবে ফাইল ছাড় হবে। যদি আপনার ডকুমেন্ট বা তথ্যের ঘাটতি থাকে তবে আপনাকে আয়কর অফিসে হাজিরা দিতে হতে পারে। আয়কর অফিসে গিয়ে অডিট মিটআপ করে ফাইল ছাড়াতে হবে।

E return bd । Online tax return 2023-24 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন