SIM রেজিস্ট্রেশনের নিয়ম ২০২৩। একটি এন আইডি (NID) কার্ডে কয়টি সিম রেজিষ্ট্রেশন আছে দেখার নিয়ম?

SIM রেজিস্ট্রেশনের নিয়ম ২০২৩

 

 

১। আপনার সিম সচল থাকলে নির্দিষ্ট সিম থেকে *16001# লিখে ডায়াল করুন। রিপ্লাই এ plz enter last digit of your ID অর্থাৎ, আপনার ভোটার আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে রিপ্লাই করতে হবে।

 

২। কিছু সময়ের মাঝেই আপনার মোবাইলে কাস্টমার কেয়ার থেকে আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, কোন কোন নাম্বার registration করা হয়েছে সেসম্পর্কে একটি বিস্তারিত মেসেজ পাঠাবে।

 

একটি এন আইডি (NID) কার্ডে কয়টি সিম রেজিষ্ট্রেশন আছে?

১। দুইবার টাইপ করতে না চাইলে সরাসরি সরাসরি *16001*ভোটার আইডি কার্ডের শেষ 4 ডিজিট# (উদাহরণস্বরূপ, *16001*9829#) লিখে ডায়াল করলেও আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন। তবে, এখানে সম্পূর্ণ নাম্বার লেখা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *