নতুন ভ্রমণ বিধিমালা ২০২২ – প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ ২০২২ জারি করা হয়েছে। কর্মচারীদের বদলি ও ভ্রমণের জন্য ইতোপূর্বে জারিকৃত ভ্রমণ বিধিমালা ২০১৬ কার্যকর ছিল। জনস্বার্থে জারীকৃত এ আদেশ আগামী ০১/১০/২০২২খ্রি. তারিখ হতে কার্যকর হবে। TA DA New form 2022 । ভ্রমণ বিল ফর্ম ডাউনলোড করুন

সরকারি ভ্রমণ সম্পন্ন করার পর ভ্রমণ বিল দাখিল করতে হয়। TA / DA means Travelling Allowance/ Dearness Allowance. ভ্রমণ বিল তৈরি করা একটু জটিল তাই অফিসার ও কর্মচারীর অধিকাংশই ভ্রমণ বিল দাখিল করতে পারেন। একটি দপ্তরের গুটিকয়েক লোক ছাড়া কেউ ভ্রমণ বিল তৈরি করতে পারে না। ভ্রমণ বিধিমালা ২০১৬ ছাড়াও বিভিন্ন বিধি মেনে ভ্রমণ বিল তৈরি করতে হয়।

সরকারি কর্মচারীদের ভ্রমণ বিল তৈরিতে প্রথমে ভ্রমণ বৃত্তান্ত অনুমোদন করিয়ে নিতে হয়। ভ্রমণ বিবরণী অনুমোদন হলে নিচের ফরমটি ডাউনলোড করে PDF লিগ্যাল পেইজে প্রিন্ট করে নিতে হবে। হাতে লিখে ভ্রমণ বিল করতে হতে ভ্রমণ ব্যয় বিল (নন-গেজেটেড কর্মচারী) ডাউনলোড করুন। সরকারি কর্মচারীর বদলি জনিত ভ্রমণ বিল হিসাব করার নিয়ম ২০২২

এমএস ওয়ার্ড বা এক্সেলে বিল তৈরি করা যেতে পারে / টিএ/ডিএ বিল ফরম

ভ্রমণ বিল ফরম ব্যাক এন্ড ফ্রন্ট পার্ট

TA DA bill form download

Caption: TA DA Bill Form Download

যে সকল কারণে বিল ফর্ম ব্যবহার করা হয়

  1. বদলিজনিত ভ্রমণ বিল।
  2. টিএ বিল দাবি।
  3. দৈনিক ভাতা দাবী।
  4. ট্রেনিং বা প্রশিক্ষণজনিত বিল দাবী।

কর্তৃপক্ষ কি দাবীকৃত বিল কর্তন করতে পারেন?

অতিরিক্ত বিল কর্তন– কোন কর্মচারী বা কর্মকর্তা ভ্রমণ শেষে বিল দাখিল করবেন। ভ্রমণ বিল যদি অতিরিক্ত দাবী করা হয় তবে অবশ্যই কর্তৃপক্ষ বিল কর্তন করতে পারেন। দৈনিক ভাতা বা টিএ বিল বেশি বা অতিরিক্ত দাবী করা হলে কর্তৃপক্ষ বা হিসাবরক্ষণ অফিস ভ্রমণ বিল কর্তন করতে পারেন।

TA DA bill form download । টিএ/ডিএ বিল ফরম সংগ্রহ করুন: ডাউনলোড

New TA DA Bill PDF Form টিএ/ডিএ নতুন বিল ফরম ।