ট্রিকস এন্ড টিপস

Traffic case payment online by upay । রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক ফাইন বা জরিমানা মোবাইলে পরিশোধ করুন

ট্রাফিক ফাইন অনলাইনে পরিশোধ করার নিয়ম – সরকারি কোষাগারে জরিমানা জমা করুন – Traffic case payment online by upay

মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কেন দিব?– মামলা দেওয়ার সাথে সাথে আপনার লাইসেন্স বাজেয়াপ্ত করবে। মামলা পরিশোধ করে নির্ধারিত বা পুলিশ কর্তৃপক্ষের থানা থেকে মামলার অর্থ পরিশোধ করে কাগজপত্র সংগ্রহ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় না পরবর্তিতে থানায় গিয়ে আর কাগজপত্র খুজে পাওয়া যায় না তখনই বিপত্তিটি ঘটে। তাই মামলা দেওয়ার সাথে সাথে জরিমানা পরিশোধ করে দিলে তখনই খালাস। ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা কত ২০২২ । বাইকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে বড় জরিমানার সম্মুখীন হবেন

মাস তিনেক আগে মিরপুর মাজার রোডে সড়কের পাশে ব্যবসায়ী আশফাকউদ্দিন তাঁর গাড়িটি পার্ক করেছিলেন। এ সময় একজন ট্রাফিক সার্জেন্ট এসে তাঁর গাড়িটির ভিডিও ধারণ করে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন। ট্রাফিক সার্জেন্ট তাঁর গাড়ির কাগজপত্র জব্দ করে বলেন, জরিমানার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এখনই তিনি মামলার নিষ্পত্তি করতে পারেন। আশফাক বলেন, তিনি পাশের দোকানে ইউক্যাশে জরিমানার টাকা জমা দিয়ে গাড়ির কাগজপত্র ফিরে পান।

০১৩ সালের একটি অভিজ্ঞতার কথা বললেন মিরপুর ২ নম্বরের বাসিন্দা আশিকুর রহমান। মিরপুর–১ নম্বরের রাস্তায় যানজট থাকায় তিনি সনি সিনেমা হলের সামনে দিয়ে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তখন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আইন ভঙ্গ করায় মামলা দিয়ে এক হাজার টাকা জরিমানা করেন। জব্দ করে নিয়ে যান তাঁর ড্রাইভিং লাইসেন্স। এক সপ্তাহ পরে মোহাম্মদপুরে ট্রাফিক উপকমিশনারের কার্যালয়ে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করে ড্রাইভিং লাইসেন্স আনতে বলেন তিনি। আশিকুর বলেন, নির্ধারিত তারিখে উপকমিশনারের কার্যালয়ে জরিমানার টাকা জমা দিতে তাঁকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। দুই ঘণ্টা পর টাকা জমা দিলেও তাঁকে জানানো হয় ড্রাইভিং লাইসেন্সটি পাওয়া যাচ্ছে না। পরে বহু কষ্ট করে তাঁকে আবার ড্রাইভিং লাইসেন্স করতে হয়েছে।

তাই ঝামেলায় না জড়িয়ে অনলাইনে বা উপায় ব্যবহার করে সরকারি কোষাগারে জরিমানা জমা করুন / হাতে নয় সরাসরি অ্যাপের মাধ্যমে ফাইন জমা দিন।

লম্বা লাইনের চিন্তা না করে সহজেই ট্রাফিক ফাইন পরিশোধ করুন উপায় এর মাদ্ধমে। একমাত্র উপায় তাই আপনি ট্রাফিক ফাইন পরিশোধ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

Caption: Traffic Fine payment by Upay App

কিভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করবেন ? নিচের নিয়মগুলো দেখে সহজেই ট্রাফিক ফাইন পরিশোধ করুন

  1. আপনার উপায় অ্যাপ ওপেন করুন।
  2. Tap to Traffic Fine
  3. Enter Traffic Case No
  4. Click Array icon
  5. You will see your fine amount (Automatically)
  6. Enter uPay Pin number
  7. Click Array
  8. Slide to Confirm
  9. done (৫ টাকা ফি কাটলেও হ্যাসেল থেকে বাঁচলেন)

Pay করলে কি কাগজপত্র জব্দ করবে না?

না। উদাহরণ হিসেবে বলা যায় যে, ব্যবসায়ী আশফাকউদ্দিন তাঁর গাড়িটি পার্ক করেছিলেন। এ সময় একজন ট্রাফিক সার্জেন্ট এসে তাঁর গাড়িটির ভিডিও ধারণ করে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন। ট্রাফিক সার্জেন্ট তাঁর গাড়ির কাগজপত্র জব্দ করে বলেন, জরিমানার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এখনই তিনি মামলার নিষ্পত্তি করতে পারেন। আশফাক বলেন, তিনি পাশের দোকানে ইউক্যাশে জরিমানার টাকা জমা দিয়ে গাড়ির কাগজপত্র ফিরে পান। নিজের ইউক্যাশ থাকলে আরও সহজ হবে।

ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২৩ । হেলমেট না থাকলে জরিমানা কত টাকা?

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *