Whatsapp New Features 2022 । নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

WhatsApp Communities Features আনলাে WhatsApp! যা যা থাকছে এই ফিচারে – একই জায়গা থেকে রিলেটেড গ্রুপগুলােতে যুক্ত হতে পারবেন। গ্রুপগুলাের মাঝে এখন সহজেই আপনি Switch করতে পারবেন।

WhatsApp-এ কমিউনিটি বৈশিষ্ট্যটি নির্দিষ্ট কিছু দেশে উপলভ্য আছে এবং এটি আপনার এলাকাতে এখনও উপলভ্য নাও হতে পারে। আপনার এলাকাতে কমিউনিটি বৈশিষ্ট্যটি কবে থেকে উপলভ্য হবে তা জানতে এখানে চোখ রাখুন। আপনি ঘোষণার গ্রুপ ছাড়াও সর্বাধিক ৫০টি গ্রুপ নিয়ে WhatsApp কমিউনিটি তৈরি করতে পারবেন। আপনি কমিউনিটির ঘোষণার গ্রুপে সর্বাধিক ৫,০০০ জন সদস্য যোগ করতে পারবেন।

WhatsApp-এ কমিউনিটি বৈশিষ্ট্যটি নির্দিষ্ট কিছু দেশে উপলভ্য আছে এবং এটি আপনার এলাকাতে এখনও উপলভ্য নাও হতে পারে। আপনার এলাকাতে কমিউনিটি বৈশিষ্ট্যটি কবে থেকে উপলভ্য হবে তা জানতে এখানে চোখ রাখুন। WhatsApp-এ কমিউনিটি বৈশিষ্ট্যটি একই ধরনের সবগুলি গ্রুপকে একসাথে রাখার সক্ষমতা প্রদান করে।

কমিউনিটি অ্যাডমিনরা ঘোষণা পাঠিয়ে সদস্যদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানাতে পারবেন এবং কমিউনিটির সদস্যরা তাদের পছন্দের গ্রুপ খুঁজে সেখানে চ্যাট করে যুক্ত থাকতে পারবেন। সদস্যরা সমগ্র কমিউনিটিতে পাঠানো আপডেট পাবেন এবং নিজেদের পছন্দের ছোট ছোট আলোচনার গ্রুপকে সহজেই সংগঠিত করতে পারবেন। কমিউনিটিতে আপনার ব্যক্তিগত কল এবং মেসেজ সবসময় এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে। অন্য কেউ সেগুলি পড়তে বা শুনতে পারবে না, এমনকি WhatsApp-ও না।

আপনি ঘোষণার গ্রুপটি ছাড়াও সর্বাধিক ৫০টি গ্রুপ যোগ করতে পারবেন। আপনি কমিউনিটির ঘোষণার গ্রুপে সর্বাধিক ৫,০০০ জন সদস্য যোগ করতে পারবেন।

কমিউনিটির যেকোনও সদস্য গ্রুপে যোগ দিতে পারবেন। আপনার কমিউনিটির জন্য কমিউনিটির ঘোষণার গ্রুপ অটোমেটিক্যালি তৈরি করা হবে। এটি এমন একটি জায়গা যেখানে কমিউনিটির অ্যাডমিন ঘোষণার গ্রুপে সকল কমিউনিটির সদস্যকে মেসেজ পাঠাতে পারবেন। আমরা অনুমতি ছাড়া সদস্য হওয়া যায় না এমন গ্রুপ চালু করছি এবং এটি এখনও আপনার জন্য উপলভ্য নাও হতে পারে। আপনার এলাকাতে অনুমতি ছাড়া সদস্য হওয়া যায় না এমন গ্রুপের বৈশিষ্ট্যটি কবে থেকে উপলভ্য হবে তা জানতে এখানে চোখ রাখুন।

Whatsapp New Features 2022 । নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

Caption: whatsapp New features 2022

এছাড়াও WhatsApp-এ কমিউনিটিকে আরও পরিপূর্ণ করে তুলতে, আমরা গ্রুপ চ্যাটে নতুন কিছু বৈশিষ্ট্য আনতে চলেছি, যার মধ্যে আছে

  1. প্রতিক্রিয়া
  2. ফাইল শেয়ার করা
  3. অনেক লোকজনকে একসাথে নিয়ে ভয়েস কল করা
  4. অ্যাডমিন নিয়ন্ত্রণ

WhatsApp Communities Features ফিচার, কীভাবে কমিউনিটি তৈরি করবেন?

কমিউনিটি তৈরি করতে WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প  নতুন কমিউনিটি-তে ট্যাপ করুন।অথবা, নতুন চ্যাট
  •  নতুন কমিউনিটি-তে ট্যাপ করুন।
  • এছাড়াও আপনি কমিউনিটি ট্যাব  
  • নতুন কমিউনিটি যেতে পারেন।
  • কমিউনিটির নাম ও বর্ণনা লিখুন এবং প্রোফাইল ফটো যোগ করুন।
  • কমিউনিটির নাম সর্বাধিক ২৪টি অক্ষরের হতে হবে।
  • আপনার বর্ণনা থেকে সদস্যরা আপনার কমিউনিটি সম্পর্কে জানতে পারবে।
  • ক্যামেরা আইকনে ট্যাপ করে আপনি কমিউনিটির আইকন যোগ করতে পারবেন। আপনি ইমেজ যোগ করার জন্য ফটো তুলুনফটো বেছে নিন বা ওয়েবে খুঁজুন বেছে নিতে পারেন। সেট করা হয়ে গেলে, আইকনটি চ্যাট ট্যাবের কমিউনিটির পাশে দেখা যাবে।
  • আগে থেকে আছে এমন গ্রুপ যোগ করতে বা একটি নতুন গ্রুপ তৈরি করতে সবুজ তীর চিহ্নের আইকনে ট্যাপ করুন।
  • আপনার কমিউনিটিতে গ্রুপ যোগ করতে:
  • নতুন গ্রুপ তৈরি করুন বা আগে থেকে আছে এমন গ্রুপ যোগ করুন-এ ট্যাপ করুন।

নতুন গ্রুপ তৈরি করুন: গ্রুপের নাম লিখুন। সকল সদস্য এটিকে গ্রুপের নাম হিসেবে দেখতে পাবেন।

  • আপনি সর্বাধিক ১০টি নতুন গ্রুপ তৈরি করতে পারবেন।
  • আপনি গ্রুপের আইকন এবং সংক্ষিপ্ত বর্ণনা যোগ করতে পারবেন।
  • আপনি পরে সদস্য যোগ করতে পারবেন।
  • আগে থেকে আছে এমন গ্রুপ যোগ করুন: আপনি বর্তমানে যেসব গ্রুপের অ্যাডমিন আছেন সেই সকল গ্রুপ নিজের কমিউনিটিতে যোগ করার জন্য বেছে নিতে পারবেন। যেসব গ্রুপ যোগ করতে চান তা বেছে নিন, এরপর সবুজ তীর চিহ্নের আইকনে ট্যাপ করুন।
  • আপনার কমিউনিটিতে গ্রুপ যোগ করা হয়ে গেলে, সবুজ টিক চিহ্নের আইকনে ট্যাপ করুন।

সূত্র দেখুন : Whatsapp

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *