Online Admission and Confirmation Schedule 2023 । একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সূচি?

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে online এর মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সূচি – Online Admission and Confirmation Schedule 2023

কয়টি কলেজ চয়েজ দিতে হবে? – শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) ৪র্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট:(http://www.xiclassadmission.gov.bd) তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ০৫(পাঁচ) টি এবং সর্বোচ্চ ১০(দশ) টি কলেজে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করতে হবে? ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে যে সকল শিক্ষর্থী আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে ০৫/১০/২০২৩ তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে ভর্তির জন্য সময় সূচি অনুসরণ করতে হবে।

কলেজ ভর্তি শুরু কবে? ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৩ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হয়। ভর্তি শুরু হবে আগামী ১৫/১০/২০২৩ তারিখ হতেই। তাই ১৩/১০/২০২৩ তারিখের মধ্যেই নিশ্চয়ন করতে হবে।

একাদশ শ্রেণিতে ৪র্থ ধাপে আবেদন ও ভর্তির তারিখ ২০২৩ । চতুর্থ ধাপ শেষ শুরু হবে কবে?

০৮/১০/২০২৩ তারিখ হতে চতুর্থ ধাপ শুরু হবে।

Caption: Full Circular Download

দ্বাদশ শ্রেণির উপবৃত্তি ২০২৩ । একাদশ দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি কত টাকা? NCTB বোর্ড বই ২০২৩ PDF Download । ১ম শ্রেণী হতে ১২তম শ্রেণী পর্যন্ত NTCB পাঠ্য বই সংগ্রহ করুন একাদশ শ্রেণিতে ভর্তি ২০২3 । কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *