গডফাদার থেকে প্রেসিডেন্ট হলেন নাইজেরিয়ার ৭০ বছর  বয়সি বোলা টিনুবুর।

গডফাদার থেকে প্রেসিডেন্ট হলেন নাইজেরিয়ার ৭০ বছর  বয়সি বোলা টিনুবুর।

বোলা আহমেদ টিনুবু। বাবা মায়ের দেওয়া নামের চেয়ে রাজনৈতিক গডফাদার নামেই বেশি পরিচিত। জীবনের পড়ন্ত বেলায় এসে হলেন প্রেসিডেন্ট।সব সময় পেছন থেকে হালচাল নিয়ন্ত্রণ করে আসা নাইজেরিয়ায় সবচেয়ে প্রভাবশালী মানুষটি এবার চলে এলেন সামনে। রাজনীতির হাতে খড়ির কাল থেকেই এই স্বপ্ন ঘুরে বেড়াতো তার চোখে। তিনি ভাবতেন একদিন তিনিই হবেন প্রেসিডেন্ট। অবশেষে  ৭০ বছর বয়সে ধরা দিল এতকালের সেই অধরা স্বপ্ন।

এবার আমার পালা এই স্লোগানে এ বছর পা বাড়িয়েছিলেন টিনুবু।যেই কথা সেই কাজ ,১৮.৮মিলিয়ন জনগণের ভোটে হয়ে যান প্রেসিডেন্ট। বুধবার ৩৭ শতাংশ ভোটে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটি নির্বাচন কমিশন। ঘোষণার আগেই ফলাফল খানিক আন্দাজ করতে পেরেছিলেন বিরোধী দল। শনিবারের নির্বাচনের পর থেকে পিডিপি,লেবার পার্টি সহতিনটি বিরোধীদল ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফের নির্বাচনের দাবি জানায়। তবে এসব কথায় কর্ণপাত করেনি টিনুবু।নির্বাচন নিয়ে বিরোধীদের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন টিনুবু। তিনি বলেন, আদালতে যাওয়ার অধিকার তাদের আছে। নির্বাচনের ফল বদলাতে তেমন কোন ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না।

ফলাফল ঘোষণার পর দেওয়া বক্তব্যে আরও বলেন প্রতিদ্বন্দ্বীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী  দল পিডিপি ২৯ শতাংশ ভোট পেয়েছে এবং লেবার পার্টি ২৫ শতাংশ ভোট পেয়েছেন। তিনি নাইজেরিয়ায় ধনী রাজনীতিবিদদের মধ্যে একজন।কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রের হিসাব রক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৯৯ সালে গণতান্ত্রিক শাসনের প্রত্যাবর্তনের প্রচারণা চালানোর কারণে অনেকের সঙ্গে  পরিচিত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিং, এক ডজনের বেশি বিদেশি ব্যাংক একাউন্ট পরিচালনার অভিযোগ আনা হয়। তবে তাকে কখনোই দোষী সাব্যস্ত করা যায়নি। মিত্রদের কাছে তিনি রাজনীতিবিদ ও কৌশলবিদ হিসেবেই পরিচিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *