ঢাকার সঙ্গে সামরিক অস্ত্র ও সহায়তা বাড়াতে ইচ্ছুক আঙ্কারা

সামরিক খাতে শক্তি বৃদ্ধির লক্ষ্যে তুর্কিয়ের (তুরস্কের) কাছ থেকে অত্যাধুনিক ড্রোন বাইরাটার টিবি ২ ক্রয়ে আগ্রহী দেখাচ্ছে  বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত তুর্কিয়ে রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশ ও তুর্কিয়ে দুই দেশের মধ্যে আগের যে কোন সময়ের থেকে সামরিক খাতে বোঝাপড়া এখন অনেক ভালো। আন্তর্জাতিক সংকট মোকাবেলায় বিশেষ করে রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও তুর্কিয়ে(তুরস্ক) চুক্তি স্বাক্ষরিত

বাইরাকটার টিবি ২ অত্যাধুনিক  এই ড্রোনের নির্মানকারী প্রতিষ্ঠান তুর্কিয়ের বাইকার টেকনোলজি। রুশ-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন  অত্যাধুনিক এই ড্রোনটি ব্যবহারের মাধ্যমে রুশ বাহিনীকে কিছুটা হলেও বিপাকে ফেলতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এই ড্রোনটি এবার ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে এ ড্রোন ক্রয়ের বিষয়ে বাংলাদেশ ও তুর্কিয়ে(তুরস্ক) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুর্কিয়ে(তুরস্ক)বলছে, বাংলাদেশের  সঙ্গে সামরিক খাতে তাদের লেনদেন  দিন দিন বৃদ্ধি পাচ্ছে । ঢাকায় নিযুক্ত তুর্কিয়ে(তুরস্ক) রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এ কথা বলেছেন, বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির পাশাপাশি সামরিক খাতে সহায়তা আরও বাড়াতে ইচ্ছুক  তার দেশ।

ঢাকায় আসছেন তুর্কিয়ে (তুরস্ক) পররাষ্ট্র  প্রতিমন্ত্রী

ঢাকায় ডি-৮ সমবেশে যোগ দিতে আজ মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকায় আসছেন তুর্কিয়ের(তুরস্ক) পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সফরের মাধ্যমে ঢাকার সাথে আঙ্কারার ব্যবসা-বাণিজ্য ও সামরিক খাতে সহায়তা বৃদ্ধির বিষয়ে  আলোচনা হবে বলে জানান মোস্তফা ওসমান তুরান।

ঢাকায় নিযুক্ত তুর্কিয়ে রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশ ও তুর্কিয়ে দুই দেশের মধ্যে আগের যে কোন সময়ের থেকে সামরিক খাতে বোঝাপড়া এখন অনেক ভালো। ইতিমধ্যে বেশ কিছু চুক্তিও করেছে বাংলাদেশ। তিনি আরো বলেন এর আগে পররাষ্ট্রমন্ত্রীরা যতবারই আলোচনায় বসেছেন, সর্বদা সামরিক খাত আলোচনায় ছিল। এবারও এটার ব্যতিক্রম হবেনা। সামরিক যোগাযোগ পরবর্তী ধাপে নিতে আগ্রহী আমার দেশ।

আগামীকাল বুধবার মুসলিম প্রধান দেশগুলোর জোট ডি-৮ সমবেশে অংশ নিতে বাংলাদেশে আসছেন তুর্কিয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সমবেশের ফাঁকে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ বৈঠকেও বাংলাদেশের সঙ্গে তুর্কিয়ে(তুরস্ক) ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ আরো প্রসারিত করার বিষয়টি প্রাধান্য দেওয়া হবে।

মোস্তফা ওসমান তুরান আরও বলেন, বড় ধরনের কোন বৈঠক না হলেও সব বিষয় পর্যালোচনা করবে দুই দেশ। পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক আর শীর্ষ নেতাদের সফর ছাড়াও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক প্রসঙ্গে কথা হবে। আন্তর্জাতিক সংকট মোকাবেলায়  বিশেষ করে রোহিঙ্গা সংকট  প্রসঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করেন। এদিকে আগামীকাল বুধবার ঢাকার বনানীতে কামাল আতার্তুকের মুর‍্যাল উদ্বোধন করবেন তুর্কিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়াও  তুর্কিয়ের(তুরস্কের) রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান দ্রুততম সময়ে ঢাকা সফরের আশার ব্যাপারেও আশাবাদী এই রাষ্ট্রদূত।

সূত্র: যমুনা টেলিভিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *