ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৩ । ১২৫ টাকায় কক্সবাজার যাওয়া যাবে?

ঢাকা হতে ট্রেনে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কি:মি: এখানে মাত্র ১২৫ টাকায় পাড়ি দেয়া যাবে তবে ডিল্যাক্স সার্ভিসে ১৭২৫ টাকা লাগবে– ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৩

ঢাকা টু কক্সবাজার দূরত্ব কত? – ৯ ঘণ্টা ২২ মিনিট (৩৯৯.১ কি.মি.) ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক/N1 এবং চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক ধরে যেতে হবে। বাসে যেতে হলে বাসের ধরণ ভেদে আপনাকে ৮০০ থেকে ২৫০০ টাকা ভাড়া গুণতে হবে। স্লিপারে ২৫০০ টাকা ভাড়া নিবে।

ট্রেন কখন ছাড়বে এবং কখন পৌছাবে? ঢাকার ট্রেনটি (৮১৪) রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছবে। ফিরতি পথে বেলা ১টায় কক্সবাজার থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছবে। সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। ট্রেনটি শুধু চট্টগ্রাম স্টেশনে ৩০ মিনিটের যাত্রাবিরতি দেবে।

অন্যদিকে ৮২৪ নম্বর ট্রেন কক্সবাজার থেকে সকাল ৭টায় ছেড়ে বেলা ১০টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। সময় লাগবে ৩ ঘণ্টা ৫ মিনিট। অন্য ট্রেনটি (৮২১) সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ১০টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছবে। সময় লাগবে ৩ ঘণ্টা ২০ মিনিট।

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৩ । ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী

সাধারণ শ্রেণীর ভাড়া ১২৫ টাকা হলেও আপনি বিভিন্ন স্টেশনে নামতে পারবেন। মাত্র ৫ টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Caption: Train fare from dhaka to cox’s bazar

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৩ । দূরত্ব অনুসারে ভাড়া নির্ধারণ করা হয়েছে

  1. ভাড়া নির্ধারণে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব বিবেচনা করা হয়েছে ৫৩৫ কিলোমিটার।
  2. এই পথে দ্বিতীয় (সাধারণ) শ্রেণির ভাড়ার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
  3. ফলে সর্বনিম্ন ১২৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সম্ভব হবে।
  4. যদিও মেইল ও কমিউটার ট্রেনের ভাড়া এর থেকে বেশি।
  5. মেইল ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে ভাড়া দিতে হবে ১৭০ টাকা।
  6. আর কমিউটার ট্রেনে কক্সবাজার যাওয়ার ভাড়া ২১০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে।

ট্রেনের নামগুলো কি কি?

রেলওয়ে মহাপরিচালক আরও জানান, ট্রেনটির ছয়টি নাম রেখেছে রেলওয়ে। এগুলো হলো– ‘প্রবাল এক্সপ্রেস’, ‘হিমছড়ি এক্সপ্রেস’, ‘কক্সবাজার এক্সপ্রেস’, ‘ইনানী এক্সপ্রেস’, ‘লাবণী এক্সপ্রেস’ ও ‘সেন্টমার্টিন এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম চূড়ান্ত করবেন।

https://reportbd.net/dhaka-to-coxs-bazar-train-fare-2023-%e0%a5%a4-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *