সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয়ে নতুন নিয়ম জারি করলো বাংলাদেশ ব্যাংক

জাতীয় সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়ম জারি করেছেন।

গতকাল বুধবার(২০-০৭-২০২২)তারিখে  বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রঙ্গাপন জারি করে নতুন নিয়ম অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করছেন। নির্দেশনায় বলা হয়, যিনি সঞ্চয়পত্র কিনতে চান, তাঁহার আবেদন ইস্যু অফিস কর্তৃক গ্রহণের পর একই তারিখ ( যে তারিখে আবেদন ইস্যুকরা হবে) হইতে পরবর্তী ০১(এক) কর্মদিবসের মধ্যেই ক্রেতার দাখিলকৃত চেক ক্লিয়ারিংয়ের জন্য উপস্থাপন করতে হবে। এ ছাড়া গ্রাহক কর্তৃক ডেবিট কর্তৃপক্ষের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন করা হলে, গ্রাহকের হিসাব ডেবিট করার তারিখ এই গ্রাহকের অনুকূলের সংশ্লিষ্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আরো বলছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রীত সঞ্চয়পত্রের মুনাফা ও মেয়াদ পূর্তিতে আসল (মূলধন)  প্রদেয় হওয়ার তারিখেই ইন্টিমেশন প্রদান নিশ্চিত করতে হবে।

সঞ্চয়পত্র ক্রয়ের পর যে কোনো আবেদন (উদাহরন স্বরূপ-নমিনি পরিবর্তন, হিসাব নম্বর পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, EFT সংক্রান্ত সমস্যা ইত্যাদি) গ্রহণের তারিখ হইতে সর্বোচ্চ ০৩(তিন) কর্ম দিবসোর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গ্রহন করতে  হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আরো উল্লেখ করেন যে , জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন জেলা বা ব্যুরো সঞ্চয় অফিস এবং জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত লিংক ব্যাংক, অফিস অথবা ব্যুরোর গ্রাহকদের চেক যথাসময়ে ক্লিয়ারিং এর মাধ্যমে সংশ্লিষ্ট অফিসকে অবগত করতে হবে।

এ ছাড়া সঞ্চয়পত্র ক্রয়ের নিমিত্তে ক্লিয়ারিংয়ের জন্য অগ্রসর কৃত চেক যথাযথ কারণ ছাড়া ফেরত দিতে পারবেনা। গ্রাহকের অনুকূলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ( EFT) ইন্সট্রাকশনের মাধ্যমে পাঠানো সঞ্চয়পত্রের লাভ ও আসল ফেরত দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক আরো বলেছে, সঞ্চয়পত্র বিক্রয়কালে ইস্যুকারী ব্যাংক বা শাখা কর্তৃক ওই ব্যাংকে বা শাখায় গ্রাহককে হিসাব খোলার জন্য বাধ্য করতে পারবেনা বা চাপ প্রয়োগ করতে পারবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *