সর্বশেষ নিউজ

৪৬ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪। ৪৬ তম বিসিএস নন-ক্যাডার পদের জন্য বিজ্ঞপ্তি এবং PDF

৪৬ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

 

 

১৩৪২ টি পদে 

আবেদন শুরু ১০ ডিসেম্বর ২০২৩ 

আবেদন শেষ ৩১ ডিসেম্বর ২০২৩

 

আবেদনের লিংক-

 

  ৪৬ বিসিএস সার্কুলার ২০২৩  PDF (1)

৪৬ বিসিএস সার্কুলার ২০২৩  PDF (২)

৪৬ বিসিএস সার্কুলার ২০২৩  PDF (৩)

 

 

৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন কত তারিখ এবং আবেদন করতে যা যা লাগবে

অনলাইনে আবেদন শুরু ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

১। ক্যাডার চয়েজ

২। সকল (SSC,HSC/ডিগ্রি/ফাযিল/অর্নাস/মাস্টার্স/কামিল) মার্কসীটের ফটোকপি অথবা সকল মার্কশিট অনুযায়ী নিজের নাম-মায়ের নাম-বাবার নাম-রেজাল্ট- পাশের সন -বোর্ড -ও গ্রুপের নাম সঠিকভাবে লিখে দিতে হবে।

৩। NID/জন্ম সনদের কপি (উভয় অংশ) অথবা আইডি কার্ড অনুযায়ী নিজের নাম ঠিকানা ও আইডি নাম্বার ও পোস্ট কোড।

৪।১ টি ছবি ও নিজের স্বাক্ষর যা কাগজে স্বাক্ষর করে ছবি তুলে দিতে পারেন।

৫। একটি সচল ফোন নাম্বার ও gmail যদি থাকে।

৬। বিবাহিত হলে স্বামী /স্ত্রীর নাম।

৭। নিজের ওজন ও উচ্চতা।

 

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সিলেবাস অনুযায়ী বিসিএসের জন্য যেসকল বই পড়তেই হবে। (পিডিএফ লিংকসহ উপরে আছে দেখে নেন)

বিসিএস পরীক্ষা ৩ টি ধাপে হয়।

১ম ধাপ- প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় ২০০ নম্বর থাকে।

২য় ধাপ- লিখিত পরীক্ষা। ৯০০ নম্বরের এই পরীক্ষায় গড় পাস নম্বর ৪৫০।

৩য় ধাপ- ভাইভা পরীক্ষা। ভাইভা তে ২০০ নম্বর থাকে।

 

বিসিএস সিলেবাস

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিস্তারিত সিলেবাস অনুযায়ী বই –

এই পরীক্ষায় মোট ১০ টি বিষয়ে ২০০ নম্বর থাকে।

১।বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫

২ । English Language and Literature – 35

৩।বাংলাদেশ বিষয়াবলি – ৩০

৪। আন্তর্জাতিক বিষয়াবলি – ২০

৫।সাধারণ বিজ্ঞান – ১৫

৬।কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি – ১৫

৭।গাণিতিক যুক্তি – ১৫

৮।মানসিক দক্ষতা – ১৫

৯।নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – ১০

১০।ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগব্যবস্থাপনা – ১০

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *