স্বর্ণের দাম ২০২৩ । বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে – GOLD AND SILVER RATE– 1 ভরি সোনার দাম কত ২০২২
স্বর্ণের দাম ২০২২ – প্রতিগ্রাম স্বর্ণে আপডেট মূল্য জানলেই আপনি ভরি প্রতিমূল্য বের করতে পারবেন। স্বর্ণকারগণ যদিও ভরি হিসেবে স্বর্ণ বিক্রি করে থাকেন। তবুও জুয়েলার্স এসোসিয়েশন ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণ গ্রাম হিসেবেই ক্রয় বিক্রয় হয়। প্রতিগ্রামের মূল্যকে ১১.৬৬৪ দিয়ে গুন করলেই ভরি প্রতি মূল্য বের হবে। ধরি ২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিগ্রাম স্বর্ণের মূল্য ৭২২০ টাকা। তাহলে ভর্তি প্রতি মূল্য হল ৭২২০*১১.৬৬৪ = ৮৪,২১৪.৪০ টাকা (চুরাশি হাজার দু্ইশত চৌদ্দ টাকা ৪০ পয়সা)।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় আজ ১৯ নভেম্বর, ২০২২ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্ভিস পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে ১৯ নভেম্বর, ২০২২ রবিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য ২১ ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতিগ্রাম ৬৮৯০ টাকায় নির্ধারিত হয়। প্রেস বিজ্ঞপ্তি দেখুন।
আজকের স্বর্ণের আপডেট মূল্য- বাংলাদেশের স্বর্ণের আপডেট বা প্রতিদিনের মূল্য জানার জন্য আপনি অনলাইনে চেক করতে পারেন। এজন্য বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। এজন্য আপনাকে bajus.org/gold-price এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে স্বর্ণ এবং রৌপ্যের তাৎক্ষনিক মূল্য জানা যাবে।
২২ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম / অনলাইনেই জানা যাবে স্বর্ণের আজকের মূল্য ২০২২
স্বর্ণ ও রৌপ্যের আজকের মূল্য জানতে ভিজিট করুন: bajus.org/gold-price
Caption: GOLD AND SILVER RATE 2022 । Silver Rate update price 2022
Silver Rate 2022 in Bangladesh। রৌপ্যের দাম কত?
22 KARAT Silver |
CADMIUM (HALLMARKED) | 130 BDT/GRAM |
---|---|---|
21 KARAT Silver |
CADMIUM (HALLMARKED) | 123 BDT/GRAM |
18 KARAT Silver |
CADMIUM (HALLMARKED) | 105 BDT/GRAM |
TRADITIONAL Silver |
80 BDT/GRAM |
স্বর্ণের দাম বাংলাদেশ কত?
স্বর্নের দাম বাড়ছে কেন? – দেশে ডলারের দাম ১০৫ টাকা ছাড়িয়েছে। খোলা বাজারে ডলার ১১২-১১৫ টাকা পর্যন্ত সেল হচ্ছে। মুদ্রা বাজারের সাথে স্বর্ন ও রৌপ্যের মূল্যস্থিতি বা উর্ধ্বগতি জড়িত। বর্তমানে ভরি প্রতি ৮৪ হাজার টাকা ছাড়িয়েছে। bajus.org/gold-price
গত ফেব্রুয়ারি ২০২২ এ ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৮৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে এই মানের স্বর্ণ প্রতি ভরির দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। তারপর থেকে স্বর্ণের দাম বেড়েই চলেছে বর্তমানে ৮৪,২১৪.৪০ টাকা হয়েছে।