ChatGPT কি? একটি ওপেন AI রোবট Artificial Intelligence টি যে কোন বিষয়ে লিখতে পারে

বর্তমানে অনেকগুলো আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট আবির্ভূত হয়েছে যা ফটো এডিটিং এবং রাইটিং রোবট হিসেবে কাজ করে থাকে – chat openai 2023

চ্যাট জিপিটি ৩.০ কি? – চ্যাটজিপিটি একটি চ্যাটবট। ২০২২ সালের নভেম্বরে ওপেনএআই-এর মাধ্যমে এটি চালু করা হয়। প্রোগ্রামটি ওপেনএআই-এর জিপিটি-৩.৫ পরিবারের বৃহৎ ভাষার মডেলের উপরে নির্মিত। এটি তত্ত্বাবধানাধীন ও বলবর্ধনমূলক শিখন কৌশলের সাথে কাজ করে। চ্যাটজিপিটি একটি প্রোটোটাইপ হিসাবে ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়।

Google ব্যবহার কি কমে যাবে? সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে। সময় এবং প্রযুক্তিই বলে দিবে কোন প্রযুক্তির কতটুকু জনপ্রিয়তা ও ব্যবহার যথাযোগ্য হয়।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়। কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।

AI গুলো দিয়েই কি তাহলে লেখালেখির কাজ করানো হবে? / এআইগুলোতে মানুষের মতই ইউনিক লেখা লিখতে পারছে

এআইগুলো দিক নির্দেশনা অনুসারেই কাজ করতে পারে। একজন হিউম্যানের মতই এসব আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্টের মত কাজ করে থাকে।

আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে। বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও ইত্যাদি কাজে ব্যাবহার করতে পারবেন।

চ্যাট জিপিটি’র মত কি আরও কোন AI আছে? List of AI in The world

  1. https://chat.openai.com/chat
  2. Google Cloud Machine Learning Engine.
  3. Azure Machine Learning Studio.
  4. TensorFlow.
  5. H2O.AI.
  6. Cortana.
  7. IBM Watson.
  8. Salesforce Einstein

AI গুলো হিউম্যান এক্সমেও পাস করে যাচ্ছে কি?

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ChatGPT এবার MBA পরীক্ষা দিল। এই AI পরীক্ষায় যথেষ্ট ভাল গ্রেড পেয়েছে। গণিত ব্যতিত সব প্রশ্নের উত্তরই সঠিক দিতে পেরেছে। 6th গ্রেডের অঙ্ক সমাধানেও বিপাকে পড়েছিল এটি! পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের Wharton Business School এর অপারেশন ম্যানেজমেন্টে পরীক্ষা দিয়েছে AI টি।

Microsoft কিন্তু অনেক আগে থেকেই Openai তে ইনভেস্ট করে রাখছে। যখন Chatgpt আসলো, Google কিন্তু এটাকে সিরিয়াস থ্রেট হিসেবে নিয়েছে। কেনো নিয়েছে সেটা কিন্তু অনেকেই বুঝতে ভুল করেছেন। অনেকেই ভেবেছেন মানুষ গুগল সার্চ না করে chatgpt তে সার্চ করবে কিন্তু বাস্তবতা ভিন্ন। Google জানে থ্রেট আসলে Bing। বর্তমানে প্রায় ৯% মার্কেট শেয়ার নিয়ে Bing দ্বিতীয় পপুলার সার্চ ইঞ্জিন। কিন্তু Bing তাদের কার্যক্রমে chatgpt কে Include করতে পারলে প্রচুর 0 Click রেজাল্টের জন্যে মানুষ Bing এ যাবে।

এমন অনেক কিছুই আপনার Search করার প্রয়োজন হয় সেগুলার জন্যে কয়েকশো কিংবা কয়েক হাজার ওয়ার্ড আপনি পড়তে চাইবেন না। ৫০-১০০ কিংবা ২০০ ওয়ার্ডে সহজে জানতে চাইবেন, সেগুলো আপনি Bing এই সার্চ করবেন। আর তাতে কিন্তু গুগল মার্কেট শেয়ার হারাবে প্রচুর। আর আপনি এতে সন্তুষ্ট হয়ে গেলে ধীরে ধীরে প্রায় সকল সার্চ এখানেই করবেন। আর মানুষ বেশি মানেই ব্যবসা বেশি। ব্যবসা বেশি হলেই মাইক্রোসফট আরও ইনভেস্ট করবে Bing এর উন্নয়নে। আর chatgpt যেহেতু কনভারসেশন টাইপের, মানুষ পার্সোনালাইজড ফিল পাবে। এককভাবে chatgpt বা bing যত শক্তিশালী, একসাথে কিন্তু তারা বিশাল পাওয়ারফুল।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *