আস সুন্নাহ ফাউন্ডেশন ডোনেশন ক্যাম্পেইন ২০২৪ । ১০০ টাকা বিকাশ করে আপনিও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে অংশ নিন

ঘরে বসে শুধু বন্যা দুর্গতদের ছবি শেয়ার না করে আপনার সাধ্যানুযায়ী ডোনেশন করুন অথবা স্বশরীরে বন্যা কবলিত এলাকায় গিয়ে সাহায্য করুন–আস সুন্নাহ ফাউন্ডেশন ডোনেশন ক্যাম্পেইন ২০২৪

আস-সুন্নাহ ফাউন্ডেশন কি? আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সরকার-নিবন্ধিত প্রতিষ্ঠান। নিবন্ধন নম্বর: এস-১৩১১১/২০১৯। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে ক্যাম্পেইন চালু করেছে।

এটি কি বিশ্বস্ত মাধ্যম? হ্যাঁ। বৈধ এবং বিশস্ব প্রতিষ্ঠান যা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত। কারো বিকাশ/নগদে যদি এক টাকাও থাকে তবু পাঠান বন্যাত্ব ভাইদের জন্য। সকলের বিশ্বস্ত আস সুন্নাহ ফাউন্ডেশন। ওয়েবসাইটের পেমেন্ট লিংক: https://asf.sh/flood । এখানে আপনি বিকাশ নম্বর বা যে কোন পেমেন্টে মাধ্যমে অনুদান পাঠাতে পারেন।

স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন দরিদ্রদেরকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও উপকরণ-সহায়তা প্রদান করে। বেকার ও অদক্ষ নারী-পুরুষকে দক্ষতা বৃদ্ধির জন্য (আলাদাভাবে) কারিগরি প্রশিক্ষণ পূর্বক আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করে আত্মনির্ভরশীল করা এ প্রকল্পের উদ্দেশ্য। হালাল রিযক উপার্জন করার গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা বলেন, ‘সালাত সমাপ্ত হওয়ার পর তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো; আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সূরা জুমু‘আহ: আয়াত-১০)।  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না।’ (সহীহ বুখারী-২০৭২)

বিকাশ বা নগদে অনুদান পেমেন্ট করুন / ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন

দরিদ্র জনগোষ্ঠীর হালাল রিযক অনুসন্ধানে সহায়তা করার মানসে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি একই সময়ে তাঁরা যাতে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারেন এবং নীতিবান ও বিশ্বস্ত নাগরিক হন— এজন্য তাদেরকে প্রখ্যাত ইসলামিক স্কলারদের মাধ্যমে ইসলামের মৌলিক আকীদা ও বিধান শিক্ষাদান করা হয়। যেন তারা আর্থিকভাবেও স্বাবলম্বীও হতে পারেন, পাশাপাশি আল্লাহর খাঁটি বান্দা নীতি-নৈতিকতায় বলীয়ান হিসেবে জীবন যাপন করতে পারেন।

Caption: bkash online payment Link

বিকাশ এ পাঠানোর নিয়ম ২০২৪ । বন্যা কবলিত লোকজনদের আর্থিক সাহায্য করতে চান?

  1. বিকাশ অ্যাপ প্রবেশ করুন।
  2. একটু নিচে স্ক্রল করে অন্যান্য সেবাসমূহ তে যান।
  3. ৩নং টি ডোনেশন সিলেক্ট করে আস-সুন্নাহ ফাউন্ডেশন সিলেক্ট করুন।
  4. আপনার নাম ইমেইল আর টাকার পরিমাণ লিখুন- মনে রাখবেন ক্যাপচা এন্ট্রি করতে হবে (চাইলে নাম ঠিকানা গোপন রাখতে পারেন)।
  5. অনুদান ক্লিক করে পিন দিয়ে পাঠিয়ে দিন টাকা।
  6. ধন্যবাদ

আস-সুন্নাহ ফাউন্ডেশন কি কি নিয়ে কাজ করে?

আস-সুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে তবে বৈষম্য-বিরোধী আন্দোলনে হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কাজ করে।  বৃক্ষরোপণ প্রকল্প-২০২৪ নিয়ে অনুদান গ্রহণ করে থাকে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ সাহায্য প্রদান করে থাকে। কুরআন-বর্ষ হিসাবে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৪ মাধ্যমে দরিদ্রদের সাহায্য করে। স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করিয়ে থাকে। স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করিয়ে ব্যবসায় অবদান রাখছে। এখন বন্যা কবলিত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন।

     

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *