Govt. Employee Wealth Accountability । সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ?

সরকারি সচিব ও কর্মকর্তা/কর্মচারীদের সম্পদের হিসাব ফর্মের মাধ্যমে জমা নিবেন সরকার-এক্ষেত্রে কঠোর হবে সরকার এমনটিই ধারণা করা হচ্ছে– Govt. Employee Wealth Accountability

কোন ফর্মে হিসাব দিতে হবে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার ২৪.০৬.২০২১ তারিখের ১৮৯ সংখ্যক পত্রের মাধ্যমে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর আওতাভুক্ত কর্মকর্তাগণের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-১১, ১২ এবং ১৩ পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিলো। একই পত্রের মাধ্যমে সরকারি কর্মচারী কর্তৃক জমি/বাড়ি/ফ্লাট/সম্পত্তি ক্রয়/অর্জন ও বিক্রয়ের অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বিদ্যমান সম্পদ বিবরণী দাখিলের ছক প্রেরণ করা হয়েছিলো যা [শুধুমাত্র সম্পদ বিবরণী ছক] এ পোস্টের সাথে দেওয়া হয়েছে।

স্থাবর সম্পত্তিতে কি কি উল্লেখ করতে হবে? স্থাবর সম্পদ বিবরণী দাখিলের ছকে উল্লেখ করা আছে “চাকরিতে প্রথম যোগদানের তারিখ পর্যন্ত নিম্নে বর্ণিত সম্পদ/সম্পত্তি বিদ্যমান আছে”। এ ছকটি মূলত চাকরিতে প্রথম যোগদানের সময় প্রদত্ত সম্পদের ঘোষণার জন্য হলেও নতুন কোনো সম্পদের হিসাব বিবরণী ছক না দেওয়া হলে এটাতেই সম্পদের হিসাব বিবরণী জমা প্রদানের তারিখ পর্যন্ত অর্জিত সম্পদের হিসাব এ ছকের মাধ্যমে প্রদান করা যেতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এ ছকটি ডিসেম্বর ২০০৭ মাসে প্রকাশ করা হয়।

সম্পদের বিবরণীর ওয়ার্ড ফাইল কোথায়? জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪.০৬.২০২১ তারিখের ১৮৯ সংখ্যক পত্রে শুধুমাত্র কর্মকর্তাগণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিলো কিন্তু আজকের প্রেস রিলিজের মাধ্যমে সকল কর্মচারীকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলা হয়েছে। সম্পদের হিসাব বিবরণী ছকের কাস্টমাইজড MS Word File এর লিংক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে।

পরিবার বলতো কি বোঝায় হয়? / পরিবারের নামে থাকা সম্পত্তির হিসাবও দিতে হবে

সরকারি কর্মচারী (চিকিৎসা সুবিধা বিধিমালা, ১৯৭৪ এর (সি) অনুযায়ী পরিবার বলিতে বুঝাইবে কর্মচারীর সহিত বসবাসরত এবং তাঁহার উপর সম্পূর্ণ নির্ভরশীল তাঁহার স্ত্রী (একের অধিক নহে), বৈধ সন্তান, সৎসন্তান, পিতা-মাতা, বোন এবং অপ্রাপ্ত বয়স্ক ভাই।

সম্পদের হিসাব বিবরণী Word File Download

সরকারি কর্মচারীদের সম্পত্তি ২০২৪ । শুধুমাত্র নিজের সম্পদের হিসাবই কি দিতে হবে?

  • জমি (কৃষি/অকৃষি)
  • ইমারত
  • বসতবাড়ি
  • ব্যবসা প্রতিষ্ঠান
  • অলঙ্কারাদি
  • স্টকস
  • শেয়ার/সঞ্চয়পত্র
  • বীমা
  • নগদ/ব্যাঙ্কে গচ্ছিত অর্থ
  • মোটর ভেহিকলস
  • ইলেট্রনিক্স জিনিসপত্র (কম্পিউটার, টেলিভিশন, এয়ার কুলার, ওভেন, রেফ্রিজারেটর ইত্যাদি)।

আয়কর রিটার্নেও তো সম্পদের হিসাব দেয়া হয়?

হ্যাঁ। যারা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন তাঁদের ক্ষেত্রে এটা খুবই সহজ হবে কারণ তাঁরা IT-10B (Statement of Assets, Liabilities and Expenses) হতে তথ্য নিয়ে সংযুক্ত ছক পূরণ করে দিতে পারবেন। কোথায় এ হিসাব বিবরণী জমা দিবেন সে সংক্রান্ত কোনো নির্দেশনা এখানে না থাকলেও ধরে নেওয়া যায় কোনো কর্মচারীর ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে [যেমন ৯ম গ্রেড ও তদুর্ধ্ব কর্মচারীদের ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ, অন্যান্যদের ক্ষেত্রে অধিদপ্তর বা মাঠ পর্যায়ের বিভাগীয় বা জেলা অফিসে] এ হিসাব জমা দিতে হবে। তবে নিশ্চয়ই কোন ক্যাটাগরির কর্মচারী কোথায় হিসাব বিবরণী জমা দিবেন সে বিষয়ে হয়তো শীঘ্রই নির্দেশনা প্রদান করা হবে।

     
     
     

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *