Last Date of Return Submission । রিটার্ন দাখিল করার নিয়ম কি দেখুন

বাংলাদেশে রিটার্ন দাখিল করা যাবে ৩১ শে জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত- এটি বর্ধিত টাইম-পরবর্তীতে আর সময় বর্ধিক করা হবে না – শূন্য রিটার্ন দাখিল করার নিয়ম ২০২৪

রিটার্ন দাখিলের লাষ্ট ডেট? জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২৪ করবর্ষের জন্য করদিবসের সময়সীমা সংক্রান্ত নিম্নরূপ আদেশ জারি করেছে। স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত করদিবস ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ এর পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করেছে।

আয়কর দিবস কবে? স্বাভাবিক ব্যক্তি ও আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতাদের জন্য নির্ধারিত কর দিবস ৩০ নভেম্বর, ২০২৩ এর পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করেছে। আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ নির্ধারণ করেছে।

রির্টানে কি কি কাগজপত্র যুক্ত করতে হবে? আয়কর রিটার্ন ব্যক্তি করদাতা অথবা আইনে বর্ণিত নির্ধারিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিপাদিত হইতে হইবে। প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করুন-(ক) বেতন আয়ের ক্ষেত্রে বেতন বিবরণী, ব্যাংক মুনাফা/সুদের ক্ষেত্রে ব্যাংক বিবরণী, সঞ্চযপত্রের উপর সুদের ক্ষেত্রে সুদ প্রদানকারী ব্যাংকের সনদপত্র, গৃহ সম্পত্তি আয়ের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র, পৌর কর ও খাজনা প্রদানের রশিদ, গৃহ ঋণের উপর সুদ থাকিলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদপত্র/বিবরণী, বিমা কিস্তি প্রদত্ত থাকিলে কিস্তি প্রদানের রশিদ, অংশীদারি ফার্মের আয়ের অংশ থাকিলে অংশীদারি ফার্মের কর নির্ধারণ আদেশের কপি/ আয় ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র, মূলধনি মুনাফা থাকিলে প্রমাণাদি, ডিভিডেন্ট আয় থাকিলে ডিভিডেন্ট প্রাপ্তির সনদপত্র, অন্যান্য উৎসের আয় থাকিলে উহার বিবরণী এবং সঞ্চয়পত্র, এল.আই.পি. ডিপিএস, যাকাত, স্টক/শেয়ার ক্রয় ইত্যাদিতে বিনিয়োগ থাকিলে প্রমাণাদি।

শূন্য আয়কর রিটার্ন ফরম । আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২২-২০২৩

রিটার্ন ফরম কোথায় পাবো? এখান থেকে Tax Return Form pdf Download করুন।

রিটার্ন দাখিল করার নিয়ম

Return Sumission Link: etaxnbr.gov.bd

ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৩ । রেজিস্টেশন সম্পন্ন হলে তথ্য এন্ট্রি করে সাবমিশন শেষ করতে হবে

  1. প্রথমে https://etaxnbr.gov.bd এই লিংকে গিয়ে Registration এ ক্লিক করুন।
  2. প্রথম বক্সে আপনার টিআইন (TIN) নম্বরটি লিখুন।
  3. তারপর আপনার নিজের জাতীয় পরিচয়পত্র দ্বারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে এমন মোবাইল নম্বরটি লিখুন (প্রথম শুন্য বাদে)।
  4. এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন এবং সবশেষে Verify বাটনে ক্লিক করুন।
  5. মোবাইলের ওটিপি লিখে পাসওয়ার্ড সেট করুন এবং Submit ক্লিক করে রেজিস্ট্রেশন শেষ করে লগিন করলেই আপনি ড্যাসবোর্ড দেখতে পারেন।
  6. ড্যাসবোর্ডে অটোমেটিক তথ্য দেখাবে।

বেসিক মাত্র ১০ হাজার তবুও রিটার্ন দিতে হবে?

হ্যাঁ। বেতন যাই হোক না কেন শুন্য রিটার্ন দাখিল করতে হবে। আয়কর আইন, ২০১৩ এ গণকর্মচারীর বেতন গ্রেড নির্বিশেষে সকলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর আইনের ১৬৬(গ) ধারা অনুযায়ী কোন ব্যক্তি গণকর্মচারী হলে তিনি রিটার্ন দাখিল করবেন। আয়কর আইনের ২৬৪(৩) ২৭ ধারা অনুযায়ী গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।

শূন্য রিটার্ন দাখিল ২০২৩ । বেসিক ১০২৬০ টাকা হলে কি আয়কর/রির্টান দাখিল করতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *