ইন্টারনেট দুনিয়া

Nearby Share এর সুবিধা ও ব্যবহার বিধি ২০২৫ । ফাইল লেনদেনের অ্যাপ Shareit এর বিকল্প কোনটি?

‘শেয়ার ইট’ অত্যন্ত জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং অ্যাপ। শেয়ারইট দিয়ে আপনি যেকোন মোবাইল ডিভাইসে যেকোন ফাইল শেয়ার করতে পারেন। তবে বর্তমান সময়ে অনেক ঝামেলারও মুখোমুখি হতে হচ্ছে শেয়ার ইট ব্যবহারকারীদের। যার কারণে এখন অনেকেই খুজছেন শেয়ার ইট এর বিকল্প কিছু।এক্ষেত্রে শাওমির ‘মি শেয়ার’ বা ‘শেয়ারমি’ এর মতো বিভিন্ন অ্যাপের দিকে ঝুঁকছেন কেউ কেউ। তবে অনেকেরই এখনও অজানা যে গুগল নিজেই অ্যান্ড্রয়েড ফোনের জন্য অফিসিয়ালভাবে বিকল্প নিয়ে এসেছে।‘শেয়ার ইট’ বা এই ধরনের ফাইল শেয়ারিং অ্যাপগুলো কাজ করে ওয়াইফাইয়ের মাধ্যমে। একই ওয়াইফাইয়ে কানেক্ট হয়ে অপর অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সহজে এবং দ্রুতগতিতে ফাইল ট্রান্সফার করতে পারে এসব অ্যাপ।

গুগলের ‘নিয়ারবাই শেয়ার’ও একই রকম ভাবে কাজ করে এবং অ্যান্ড্রয়েড ৬.০ ভার্সন হতে সকল অ্যান্ড্রয়েড ফোনেই এটি রয়েছে। ২০২০ সালে একটি আপডেটের মাধ্যমে অ্যাপলের এয়ারড্রপ ফিচারের মতো করেই গুগল ফিচারটি চালু করেছে। ‘নিয়ারবাই শেয়ার’ আলাদাভাবে ইন্সটল এর কোন ঝামেলা নেই, নেই কোন অযাচিত এড, বিরক্তিকর কোন নোটিফিকেশন। তাই সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন ‘নিয়ারবাই শেয়ার’ মাধ্যমে ।

নিয়ারবাই শেয়ার যেভাবে এনাবল  করবেন –

নিয়ারবাই শেয়ার ব্যবহার করার জন্য আপনার ফোনটি অবশ্যই গুগল প্লে সাপোর্ট করা ফোন হতে হবে। তারপর কিভাবে নিয়ারবাই শেয়ার এনাবল করবেন দেখে নিন ।

  1. ওপেন  Settings 
  2. ট্যাপ Connected devices 
  3. Connection preferences 
  4. সিলেক্ট  Nearby Share 
  5. অন Use Nearby Share টগল

এখন আপনার কাজ Device Visibility অপশন  সেট করা অর্থাৎ কিভাবে আপনার ডিভাইস কে কেউ খুঁজে পাবে। চলুন দেখে নেয়া যাক-

  • Everyone – অপশনটি সিলেক্ট করলে আশেপাশে থাকা সবাই আপনার ডিভাইস খুঁজে পাবে।
  • Hidden – অপশনটি সিলেক্ট করলে কেউ আপনার ডিভাইসটি খুঁজে পাবে না
  • Contacts – অপশনটি সিলেক্ট করলে শুধুমাত্র আপনার আশেপাশে ফোন কন্টাক্টে থাকা কেউ খুঁজে পাবে।

এভাবে আপনি আপনর প্রয়োজন অনুযায়ী সেট আপ দিয়ে নিতে পারবেন সহজেই। এছাড়াও বিশেষ সুবিধা আপনি চাইলে ডাটা বা ইন্টারনেট ব্যবহার না করেও যেকোনো ফিলে,ছবি  ভিডিও, অ্যাপ, লিঙ্ক, কন্টাক্টের তথ্য এমনকি স্পটিফাই হতে গানও শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে Data Usage অপশন হতে Without internet সিলেক্ট করে দিতে হবে।

যেভাবে ‘নিয়ারবাই শেয়ার’ দিয়ে শেয়ার করবেন –

যে ফোনে আপনি ফাইল পাঠাতে চান সেই ফোনের ‘নিয়ারবাই শেয়ার’ চালু করতে হবে এবং Device Visibility হতে সঠিক অপশন সিলেক্ট করতে হবে যাতে আপনি তার ডিভাইস খুঁজে পান।এরপর যে ফাইল বা অন্য কিছু শেয়ার করতে চান সেটি সিলেক্ট করে শেয়ার অপশনে চলে যান। শেয়ার অপশন হতে Nearby Share সিলেক্ট করুন।কিছুক্ষন সার্চ করার পর যে ডিভাইসে আপনি ফাইল পাঠাতে চান সেই ডিভাইসের নামটি দেখাবে। সেটি সিলেক্ট করুন।এবার যে ডিভাইসে ফাইলটি পাঠিয়েছেন সেখানে একটি পপ আপ আসবে ফাইল রিসিভ করতে অনুমতি চেয়ে। অনুমতি দিয়ে দিলেই ট্রান্সফার শুরু হয়ে যাবে।

যেভাবে অ্যাপ শেয়ার করবেন –

প্রথমে গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করুন।উপরে ডানে কোনায় আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন।Manage apps & device সিলেক্ট করুন। Share apps অপশন হতে Send এ ট্যাপ করুন।যে ফোনে অ্যাপটি রিসিভ করবেন সেই ফোনেও উপরের স্টেপ ফলো করুন। শুধু Send এ ট্যাপ না করে Receive ট্যাপ করুন।এবার যে ফোন থেকে অ্যাপ পাঠাতে চান সেই ফোনে অ্যাপ সিলেক্ট করে সেন্ড করে দিন।রিসিভার ডিভাইসের নামটি সিলেক্ট করে দিলেই রিসিভার ডিভাইসে অনুমতির জন্য পপ আপ দেখাবে। অনুমতি দিলেই অ্যাপ ট্রান্সফার শুরু হয়ে যাবে।ট্রান্সফার শেষ হলে ইন্সটলের অপশন পেয়ে যাবেন।

ফাইল লেনদেনের অ্যাপ Shareit এর বিকল্প কোনটি?

ফাইল লেনদেনের অ্যাপ Shareit-এর ভালো বিকল্প হলো Xender। এটিও দ্রুত এবং ঝামেলামুক্ত ফাইল শেয়ারিংয়ের জন্য পরিচিত, যা Shareit এর মতো। এছাড়াও, App4share এবং SHAREit Lite (লাইট সংস্করণ)ও ভালো বিকল্প হতে পারে। Xender এবং Shareit উভয়ই চমৎকার ফাইল ট্রান্সফার গতি এবং বৈশিষ্ট্য প্রদান করে, কিন্তু দ্রুত এবং ঝামেলামুক্ত ফাইল শেয়ারিংয়ের জন্য Xender সেরা বিকল্প হতে পারে, বিশেষ করে 2025 সালে, বলে উল্লেখ করা হয়েছে। App4share হল বিশ্বব্যাপী #1 ফাইল শেয়ারিং অ্যাপ এবং এটি সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করে, আর SHAREit Lite হল একটি অতি ক্ষুদ্র দ্রুত ফাইল প্রেরক অ্যাপ যা সব ধরনের ফাইল স্থানান্তর করতে পারে, যেমন – অ্যাপ, মিউজিক, পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, জিপ, ফোল্ডার ইত্যাদি
এছাড়াও, ফোনের ডিফল্ট সেটিংস অপশন ব্যবহার করেও ফাইল ট্রান্সফার করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *