ব্রি ধান ২৯ এর জীবনকাল । ব্রি ধান ২৮ ও ২৯ আর চাষ হবে না

বাংলাদেশ সরকার সম্প্রতি মে/২৩ মাসে ব্রি ২৮ ও ২৯ চাষ হতে বিরত থাকতে চাইছে মূলত উন্নত ধানে বালাই কম থাকার কারণেই – ব্রি ধান ২৯ এর জীবনকাল

ব্রি ধান ২৯ চাষ পদ্ধতি কি? – ব্রি-ধান ২৯-এর জীবনকাল ১৫৫-১৬০ দিন, উচ্চতা ৯০-৯৫ সেন্টিমিটার এবং ফলন হেক্টরপ্রতি ৭-৮ টন। চাল ব্রি-ধান ২৮-এর মতো, তবে কিছুটা ছোট ও আরেটু চিকন। ভাত ঝরঝরে ও সুস্বাদু। স্বাধীনতার পর প্রথম অর্থবছরে দেশে চাল উৎপাদন হয়েছিল মোট ৯৮ লাখ টন।

ব্রি ধান ২৮ চাষ পদ্ধতি সার প্রয়োগ কি? ইউরিয়া সার দু’বার উপরি প্রয়োগ করতে হবে। প্রথম উপরি প্রয়োগ- রোপণের ১৫-২০ দিন পর। দ্বিতীয় উপরি প্রয়োগ- রোপণের ৩০-৩৫ দিন পর। ইউরিয়া উপরি প্রয়োগের পর মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার দু’বার উপরি প্রয়োগ করতে হবে। প্রথম উপরি প্রয়োগ- রোপণের ১৫-২০ দিন পর। দ্বিতীয় উপরি প্রয়োগ- রোপণের ৩০-৩৫ দিন পর। ইউরিয়া উপরি প্রয়োগের পর মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার প্রয়োগে লিফ কালার চার্ট (এলসিসি) ব্যবহার করতে হবে।

ব্রি ধান ২৮ ও ২৯ আর চাষ পদ্ধতি ও সরকার চাষের ব্যাপারে কি সিদ্ধান্তে নিয়েছে?

রোপণের পর ৪০ দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে। থোর অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত জমিতে পর্যাপ্ত রস বা পানির ব্যবস্থা রাখতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করা যেতে পারে। ফসল কাটা : ১৫ – ৩১ বৈশাখ (১ – ১৫ মে)।

Caption: Source of information

চাষাবাদ পদ্ধতি । ব্রি ধান ২৮ কিভাবে চাষ করুন দেখে নিন

  • বীজ তলায় বীজ বপন : ১-২৫ পৌষ (মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ)।
  • চারার বয়স : ৩৫-৪০ দিনের চারা।
  • চারা রোপণের সময় : ৭-১২ মাঘ (২০-২৫ জানুয়ারি)
  • চারার সংখ্যা : প্রতি গুছিতে ২-৩ টি
  • রোপন দুরত্ব : ২০ x ১৫ সেন্টিমিটার।
  • ইউরিয়া সার (কেজি/বিঘা) : ৩০-৪০
  • টিএসপি সার (কেজি/বিঘা) : ৭-১০
  • এমওপি সার (কেজি/বিঘা) : ৮-১৬
  • জিপসাম সার (কেজি/বিঘা) : ৪-১১
  • দস্তা সার (কেজি/বিঘা) : ০.৭-১.০

ব্রি ধান ২৮ এর জীবনকাল?

ব্রি-ধান ২৮-এর জীবনকাল ১৩৫-১৪০ দিন, উচ্চতা ৮৫-৯০ সেন্টিমিটার এবং ফলন হেক্টরপ্রতি ৫ দশমিক ৫ থেকে ৬ টন। চাল মাঝারি চিকন সাদা। ভাত ঝরঝরে ও সুস্বাদু। ব্রি-ধান ২৯-এর জীবনকাল ১৫৫-১৬০ দিন, উচ্চতা ৯০-৯৫ সেন্টিমিটার এবং ফলন হেক্টরপ্রতি ৭-৮ টন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *