Eservice pmeat gov bd । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি, উচ্চশিক্ষা, বৃত্তি ইত্যাদিতে ব্যয় বহন করা হয় – Eservice pmeat gov bd

Eservice pmeat gov bd – এই ওয়েবসাইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ৫টি সেবা প্রাপ্তির জন্য আবেদন করা যায়। যেমন – সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ভর্তি সহায়তা,  চিকিৎসা অনুদান,  এম.ফিল/পিএইচডি ফেলোশিপ এবং ই-ছুটি ব্যবস্থাপনা সিস্টেম। উপবৃত্তির আবেদন প্রাপ্তির ফরম ২০২২

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তি প্রদান করা হয়।  সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন অনলাইনে গ্রহণ করে উপবৃত্তির অর্থ ইএফটি/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এবং টিউশন ফির অর্থ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।

ভর্তি সহায়তা কত টাকা? উপবৃত্তি বিতরণের পাশাপাশি ২০১৪-১৫ অর্থবছর থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে আর্থিক সহায়তা বাবদ মাধ্যমিক পর্যায়ে ৫০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে, ৮০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে প্রদান করা হয়। অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন: www.eservice.pmeat.gov.bd/admission/login

চিকিৎসা অনুদান কত টাকা পাওয়া যায়? দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা হিসেবে ২০১৪-১৫ অর্থবছর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়।

উপবৃত্তি ও ভর্তি সহায়তার আবেদন অনলাইন ও অফলাইনে করা যায় / ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপকারভোগীর নিকট এ অর্থ প্রেরণ করা হয়।

উপবৃত্তি, ভর্তি সহায়তা এবং চিকিৎসা অনুদান ছাড়াও ই ছুটি ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা করা যায়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আবেদন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঠিকানা, উপবৃত্তির ওয়েবসাইট, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি ফরম ২০২২, উপবৃত্তির তালিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নোটিশ, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্মকতাদের তালিকা, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন,

Caption: www.eservice.pmeat.gov.bd

ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য আবেদন করার নিয়ম ২০২৩

  • সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন।
  • তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
  • অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
  • প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
  • মোবাইল ভেরিফিকেশন করুন
  • লগইন করুন
  • আবেদন করুন
  • ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

এম.ফিল/পিএইচডি ফেলোশিপ বৃত্তিও কি এখান থেকেই পাওয়া যায়?

জি।  উচ্চ শিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ ২০১৭-১৮ অর্থবছর থেকে এম.ফিল. কোর্সে মাসিক ১০,০০০ টাকা হারে দু’বছর মেয়াদে এবং পিএইচ.ডি. কোর্সে মাসিক ১৫,০০০ টাকা হারে তিন বছর মেয়াদে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে? ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে), পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য)।

ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা? আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

One thought on “Eservice pmeat gov bd । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *